বর্ধমান: বাঁকুড়ায় মালগাড়ি ট্রেন দুর্ঘটনার পর বর্ধমানেও রেল বিভ্রাট। লোকাল ট্রেনের সামনে চলে এল গরু। ঘটনার জেরে ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। রবিবার বিকেলে যাত্রীদের রীতিমতো হয়রানির শিকার হতে হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, লোকাল ট্রেনটির সামনে গরু চলে আসায় ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। ডাউনের কর্ড লাইনে ওই ঘটনা ঘটায় লোকাল ট্রেনটি থেমে যায় শক্তিগড় স্টেশনে।
রেল সূত্রে জানা গিয়েছে, কর্ড শাখার ডাউন লোকাল ট্রেন বর্ধমান স্টেশন থেকে গাংপুরের দিকে যাচ্ছিল। ঠিক গাংপুর স্টেশনে ঢোকার আগেই বাঁকা ব্রিজের কাছে একটি গরু চলে আসে ট্রেনের সামনে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ঘটনার ৩৫ মিনিট পর ট্রেনটি ছাড়ে ও হাওড়া স্টেশনের দিকে রওনা হয়।
ঋতব্রত ভট্টাচার্য নামে এক রেল যাত্রী জানিয়েছেন, ৩ টে ২৫ মিনিটে যে ট্রেন ছাড়ার কথা ছিল, সেটি বর্ধমান থেকে ছাড়ে ৩ টে ৪০ মিনিট নাগাদ। তারপর বাঁকা ব্রিজের কাছে ট্রেনটি থেমে যায়।
পরে আস্তে আস্তে ট্রেনটি শক্তিগড় পর্যন্ত যায় ট্রেনটি। শক্তিগড় স্টেশন ৫টা নাগাদ পৌঁছয় ট্রেনটি। পরের ট্রেন ধরে যাত্রীরা হাওড়ার দিকে যান। শনিবারও এই একই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছিল। ডাউন মেন লাইনে লোকাল ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে যাওয়া গাংপুর ও শক্তিগড় স্টেশনের মাঝে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। ডাউন ও আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপত্তি ঘটে। এর ফলে মেল ও দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন বন্ধ হয়ে গিয়েছিল বেশ কিছুক্ষণের জন্য। লোকাল ট্রেন পরিষেবাতেও প্রভাব পড়ে।