Panchayat Elections 2023: ‘ছবি হয়ে যাবি’,বাম-কংগ্রেস জোট প্রার্থীকে হুমকি দিয়ে পোস্টার বর্ধমানে

Manatosh Podder | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 26, 2023 | 4:58 PM

Panchayat Elections 2023: সোমবার সকালের ঘটনা। সেখানে বলগোনা গ্রাম পঞ্চয়েতের হরিপুর ৭১ নম্বর বুথে পঞ্চায়েত প্রার্থী হয়েছেন টুকটুকি খাতুন। তাঁর স্বামীকেই মারধর করা হবে বলে পড়েছে পোস্টার।

Panchayat Elections 2023: ছবি হয়ে যাবি,বাম-কংগ্রেস জোট প্রার্থীকে হুমকি দিয়ে পোস্টার বর্ধমানে
ভাতারে পড়ল পোস্টার
Image Credit source: Tv9 Bangla

Follow Us

বর্ধমান: বাম-কংগ্রেস জোট প্রার্থীর বিরুদ্ধে হুমকি পোস্টার পড়ল পূর্ব বর্ধমানের ভাতারে। কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস। ভাতারের বলগোনা এলাকার ঘটনা। সেখানে সিপিএম প্রার্থীর স্বামীকে হুমকির পাশাপাশি সদ্য কংগ্রেসে যোগদানকারী কর্মীদের বিরুদ্ধেও পড়েছে হুমকি পোস্টার। যদিও, অভিযোগ অস্বীকার করেছে শাসকদল তৃণমূল।

সোমবার সকালের ঘটনা। সেখানে বলগোনা গ্রাম পঞ্চয়েতের হরিপুর ৭১ নম্বর বুথে পঞ্চায়েত প্রার্থী হয়েছেন টুকটুকি খাতুন। তাঁর স্বামীকেই মারধর করা হবে বলে পড়েছে পোস্টার।

কী লেখা রয়েছে পোস্টারে?
বলগোনা এলাকায় পড়েছে একাধিক পোস্টার। যার মধ্যে প্রথমটিতে লেখা, ‘সিপিএম খুব বেড়েছে। রাজু চুপ থাক, না হলে তোর ছবি হবে।’ দ্বিতীয় পোস্টারে আবার লেখা রয়েছে, ‘নতুন কংগ্রেসগুলো সকলে বাড়ি ছাড়া হবে।’

এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বাম কংগ্রেসের জোট প্রার্থী শেখ আমজাদ বলেন, “কংগ্রেসের কেউ ঘরছাড়া হবে না। বরং বাম-কংগ্রেসের জোট আগামী দিনে পঞ্চায়েত গঠন করবে।” তাঁর বক্তব্য, আসলে শাসকদল ভয় পেয়ে গিয়েছে। সেই কারণে ভয় দেখিয়ে এই সব করছে। অপরদিকে, টুকটুকি খাতুন বলেন, “এইসব পোস্টারে আমাদের দমাতে পারবে না। গতকাল আমরা এলাকায় প্রচারে বেরিয়েছিলাম। সাধারণ মানুষ আমাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে। এই সব দেখে দুষ্কৃতীরা রাতের অন্ধকারে এই কাণ্ড ঘটিয়েছে।” যদিও, স্থানীয় তৃণমূল নেতা অভিযোগ অস্বীকার করে বলেছেন, তৃণমূল কংগ্রেসের কেউ এ কাজে যুক্ত নয়। এলাকায় অনেক উন্নয়ন হয়েছে। পঞ্চায়েতে তৃণমূলেই জিতবে।

Next Article