Kalna: তিনগুণ থেকে পাঁচগুণ! আচমকা বেড়ে গেল বাড়ির কর
Kalna: সাধারণত আলোচনার মাধ্যমে পঞ্চায়েত এলাকায় বাড়ির কর পর্যালোচনা করা হয়। সদস্যদের নিয়ে বৈঠক করে কতটা কর বাড়বে, সেই সিদ্ধান্ত হয়। কিন্তু এতটা কর বেড়ে যাবে তা পঞ্চায়েত সদস্যরাও জানতেন না বলে দাবি।

কালনা: এক লাফে তিনগুণ থেকে পাঁচগুণ বেড়েছে বাড়ির কর। যা নিয়ে ক্ষোভ কালনা থানার হাটকালনা পঞ্চায়েতের বাসিন্দাদের। সামনেই বিধানসভা ভোট। তার আগে পঞ্চায়েতে কর বাড়ায় অস্বস্তিতে পড়েছেন তৃণমূলের নেতারাও। যদিও পঞ্চায়েতের প্রধানের দাবি, কর্মীদের ভুলেই করের পরিমাণে বড়সড় বদল হয়ে গিয়েছে।
সাধারণত আলোচনার মাধ্যমে পঞ্চায়েত এলাকায় বাড়ির কর পর্যালোচনা করা হয়। সদস্যদের নিয়ে বৈঠক করে কতটা কর বাড়বে, সেই সিদ্ধান্ত হয়। কিন্তু এতটা কর বেড়ে যাবে তা পঞ্চায়েত সদস্যরাও জানতেন না বলে দাবি। এ দিকে, হঠাৎ করে কর কয়েক গুণ বাড়ায় সমস্যায় বাসিন্দারা। কৃষ্ণদেবপুর, ধাত্রীগ্রাম, বাঘনাপাড়ার মতো পঞ্চায়েতগুলিতে বাড়ির কর বেড়েছে ১০ থেকে ২০ শতাংশ। হাটকালনা পঞ্চায়েতের বহু বাসিন্দার বাড়ির কর বেড়েছে তিন থেকে পাঁচ গুনেরও বেশি। স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকার বেশির ভাগ মানুষ চাষাবাদ, খেতমজুরি, তাঁত বোনার কাজে যুক্ত। তাঁদের যা আয় তাতে এই পরিমাণ বাড়ির কর দেওয়া মুশকিল।
গ্রামবাসী মিঠু মণ্ডল জানান, “আগে বাড়ির কর দিতে হত ৭৫ টাকা। নতুন হারে বেড়ে তা হচ্ছে ৪০০ টাকার উপর। কীসের ভিত্তিতে এমন কর কাঠামো প্রশ্ন সকলের?” এই বিষয়ে হাট কালনা পঞ্চায়েতের প্রধান শ্রাবন্তী মণ্ডল বলেন, “অনলাইন পোর্টালে আপডেট করার সময় কর্মীদের ভুলে বিষয়টি হয়ে গিয়েছে। আমরা বিষয়টি নিয়ে জেলায় কথা বলেছি। খুব শিগগিরই সমস্যার সমাধান হবে।” অন্যদিকে, এই ভুল ধরা পড়তেই আপাতত কর নেওয়া বন্ধ তা জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে পঞ্চায়েতের তরফে।”
