WB Primary TET 2022 Result: টিউশন পড়িয়ে টেটে প্রথম, বাড়ির একমাত্র রোজগেরে ইনা বললেন, ‘যোদ্ধার মতো লড়েছি’

TET 2022: টেটে শীর্ষ স্থানে উঠে আসার অনুভূতির কথা টিভি নাইন বাংলাকে শোনালেন ইনা। বাঁধ ভাঙা হাসি মুখে বললেন, 'খুব ভাল লাগছে।'

WB Primary TET 2022 Result: টিউশন পড়িয়ে টেটে প্রথম, বাড়ির একমাত্র রোজগেরে ইনা বললেন, 'যোদ্ধার মতো লড়েছি'
টেটে প্রথম ইনা সিংহ
Follow Us:
| Edited By: | Updated on: Feb 10, 2023 | 6:55 PM

বর্ধমান: পরীক্ষার দুই মাসের মধ্য়েই ঘোষিত হয়েছে ২০২২ সালের টেট পরীক্ষার ফলাফল (TET 2022 Result)। পাশ করেছেন ১ লক্ষ ৫০ হাজার ৪৯১ জন। লাখ লাখ পরীক্ষার্থীর মধ্যে প্রথম স্থানে উঠে এসেছেন পূর্ব বর্ধমানের ইনা সিংহ। পর্ষদ সভাপতি গৌতম পাল যখন সাংবাদিক বৈঠক করছেন কলকাতায় বসে, তখন টিভির পর্দায় তাঁকিয়ে ছিলেন ইনা। টেটে প্রথম স্থান অধিকার করার পর স্বাভাবিকভাবেই আপ্লুত তিনি। টেটে শীর্ষ স্থানে উঠে আসার অনুভূতির কথা টিভি নাইন বাংলাকে শোনালেন ইনা। বাঁধ ভাঙা হাসি মুখে বললেন, ‘খুব ভাল লাগছে।’

ইনার বাড়ির আর্থিক অবস্থা খুব একটা ভাল নয়। কোনওরকমে সংসার চলে। বাড়িতে এখন একমাত্র রোজগেরে বলতে ইনাই। বাবা আগে পাড়ায় জেনারেটরের লাইন দেওয়ার কাজ করতেন। কিন্তু এখন আর সেই কাজ করেন না। মা ঘরের কাজ সামলান। ইনাই টিউশনি করে যেটুকু টাকা রোজগার করেন। আর বাড়ির সামনে দোকানঘর ভাড়া দেওয়া আছে, তা থেকেও মাসে কিছু টাকা আসে। এভাবেই চলে ইনাদের পরিবার। দীর্ঘ লড়াই-সংগ্রামের পর আজ টেটে লাখ লাখ পরীক্ষার্থীর মধ্যে প্রথম স্থানে উঠে আসা, তাঁর কাছে যুদ্ধজয়ের থেকে কম কিছু নয়।

ইনার কথায় উঠে এল কলকাতার রাজপথে বসে থাকা টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনের কথাও। এতদিন ধরে যাঁরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তাঁদের ‘যোদ্ধার’ থেকে কম কিছু মনে করছেন বা ইনা। বললেন, ‘তাঁরা যাতে সাফল্য পান, সেই আশাই করি।’ একইসঙ্গে নিজের লড়াইকেও যোদ্ধা-সম হিসেবেই দেখছেন তিনি। টিভি নাইন বাংলাকে বললেন, ‘আমিও যোদ্ধার মতোই লড়াই করে নিজের জায়গা তৈরি করছি। যাতে আমিও সাফল্য পাই, সেই আশাই রাখি।’

প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টে নিয়োগ সংক্রান্ত একাধিক মামলা চলছে। আদালত কড়া-কড়া নির্দেশও দিচ্ছে। গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ উঠে আসছে। টেটে প্রথম স্থানাধিকারী ইনা সিংহ আদালতের ভূমিকাকে ‘বৈপ্লবিক’ হিসেবেই ব্যাখ্যা করছেন। বললেন, ‘আমরা যাঁরা পড়ুয়া, যাঁরা তরুণ প্রজন্মের প্রতিনিধি, তাঁরা এরকমই দেখতে চাই। অনেক ক্ষেত্রেই মানুষের মধ্যে বিপ্লবটা দমে গিয়েছে। কিন্তু বর্তমানে আদালত তা আবার জাগিয়ে তুলেছে। এরকমই যেন চলে।’