Student injured: ছুটির ঘণ্টা বেজে গিয়েছে, বাড়ি ফেরার আগেই আচমকা পড়ুয়ার মাথায় ভেঙে পড়ল চাঙড়

Student injured: আহত ছাত্রীর পরিবার দাবি করেছে, স্কুল বিল্ডিংয়ের কার্নিশের অবস্থা অত্যন্ত খারাপ। শীঘ্রই এগুলো ঠিক না করা হলে অন্য়ান্য পড়ুয়ারাও বড় দুর্ঘটনার কবলে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।

Student injured: ছুটির ঘণ্টা বেজে গিয়েছে, বাড়ি ফেরার আগেই আচমকা পড়ুয়ার মাথায় ভেঙে পড়ল চাঙড়
আহত পড়ুয়া (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Feb 10, 2023 | 7:51 PM

বর্ধমান: করোনাকালে খোলেনি স্কুল। মেরামতও হয়নি সেভাবে। এমন অনেক ছবি আগেও সামনে এসেছে বিভিন্ন জেলা থেকে। স্কুলের পাঁচিল ভেঙে মৃত্যুর ঘটনাও ঘটেছে। এবার সেই একইভাবে ছাদের কার্নিশ ভেঙে গুরুতর আহত হল এক পড়ুয়া। বর্ধমান হরিসভা হিন্দু গার্লস হাইস্কুলের ঘটনা। ওই স্কুলের প্রাথমিক বিভাগের তৃতীয় শ্রেণির ছাত্রী রাম্পা চন্দ্র আহত হয়েছে। মাথায় আঘাত লেগেছে তার। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। মাথায় চারটি সেলাই পড়ে। চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে তাকে।

শুক্রবার প্রতিদিনের মতোই স্কুলে গিয়েছিল রাম্পা। ক্লাসও করে সহপাঠীদের সঙ্গে। কিন্তু স্কুল ছুটি হওয়ার পরই ঘটে বিপত্তি। স্কুলের মেনগেটের ভিতরের বিল্ডিংয়ের পাশেই দাঁড়িয়েছিল রাম্পা। তখনই হঠাৎ করে ছাদের কার্নিশে চাঙড় ভেঙে তার মাথায় পড়ে গেলে জখম হয় সে।

আহত ছাত্রীর পরিবার দাবি করেছে, স্কুল বিল্ডিংয়ের কার্নিশের অবস্থা অত্যন্ত খারাপ। শীঘ্রই এগুলো ঠিক না করা হলে অন্য়ান্য পড়ুয়ারাও বড় দুর্ঘটনার কবলে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা। স্কুল কর্তৃপক্ষের কাছে পরিবারের অনুরোধ, যত শীঘ্র সম্ভব এগুলো মেরামত করা হোক।

প্রধান শিক্ষক বলেন, ‘দুর্ঘটনা ঘটার পরই তড়িঘড়ি জখম ছাত্রীকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়। সে এখন অনেকটাই সুস্থ। স্কুলের পক্ষ থেকে যা করার, সবই করা হয়েছে। আগামিদিনে যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে, তার জন্য দ্রুত স্কুল বিল্ডিং মেরামত করা হবে।’ তাঁর দাবি, এই ঘটনা হঠাৎ করেই ঘটেছে। আগে থেকে কিছু বোঝা যায়নি। তিনি জানান, লকডাউনে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার পর খোলা হয়েছে। তাই মেরামত করার জন্য প্রক্রিয়া এগোতেও সময় লাগছে। স্থানীয় কাউন্সিলরের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি।