Robbery: সিসিটিভি ঘুরিয়ে, শাটার ভেঙে দুঃসাহসিক ডাকাতি! চুরি লক্ষাধিক টাকার গয়না

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Sep 01, 2022 | 7:15 PM

Robbery: সোনার দোকানের মালিকের দাবি তাঁর দোকান থেকে আনুমানিক এক থেকে দেড় লক্ষ টাকার সোনার গয়না চুর গিয়েছে। ক্যাশ কাউন্টার থেকে উধাও হয়ে গিয়েছে ৫০-৫৫ হাজার টাকা।

Robbery: সিসিটিভি ঘুরিয়ে, শাটার ভেঙে দুঃসাহসিক ডাকাতি! চুরি লক্ষাধিক টাকার গয়না

Follow Us

খণ্ডঘোষ: নামানো ছিল দোকানের শাটার। ভিতরে ছিল সিসিটিভি ক্যামেরা। কিন্তু, সেসবে থোড়াই কেয়ার। কীভাবে ডাকাতি (Robbery) হবে তার ছক আগেই কষে ফেলেছিল দুষ্কৃতিরা। ভেঙে ফেলা হল সোনার দোকানের শাটার। ভিতরে ঢুকে সিসিটিভি (CCTV) ঘুরিয়ে দিল অন্যদিকে। তারপরই দেদার লুঠপাঠ চলল দোকানের ভিতর। গভীর রাতে সোনার দোকানে ডাকাতির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে। এদিকে ডাকাতির খবর যায় এলাকায় কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারদের কাছে। তাঁরা ঘটনাস্থলে পৌঁছতেই চম্পট দুষ্কৃতীদের। তবে ততক্ষণে শেষ হয়েছে লুঠপাঠের কাজ। ফাঁকা হয়েছে দোকান। 

সোনার দোকানের মালিকের দাবি তাঁর দোকান থেকে আনুমানিক এক থেকে দেড় লক্ষ টাকার সোনার গয়না চুর গিয়েছে। ক্যাশ কাউন্টার থেকে উধাও হয়ে গিয়েছে ৫০-৫৫ হাজার টাকা। খবর গিয়েছে পুলিশে। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে জোরকদমে তদন্ত শুরু করেছে খণ্ডঘোষ থানার পুলিশ। এদিকে ঘটনা প্রসঙ্গে এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন দোকানের মালিক। 

ঘটনা প্রসঙ্গে দোকানেপ মালিক স্বরূপ দাস বলেন, “রাত ১টা ১৫-২০ নাগাদ আমাদের বাড়িতে ফোন যায়। বলা হয় দোকানে চুরি হয়ে গিয়েছে। এরপর আমরা এসে দেখি শাটার ভাঙা হয়েছে। পুলিশও আসে। গোটা এলাকা ঘুরে দেখে। তবে মোট কতটা চুরি হয়েছে বলা মুশকিল। তবে মোটামুটি ১ থেকে দেড় লক্ষ টাকার সামগ্রী চুরি হয়েছে। ক্যাশ কাউন্টারেও প্রায় ৫০-৫৫ হাজার টাকা ছিল। সিসিটিভি লাগানো ছিল। সেটা ঘুরিয়ে দিয়েছে ওরা। ওরা দলে ৪ জন মতো ছিল বলে শুনছি। আমরা দীর্ঘদিন ধরে ব্যবসা করছি। কিন্তু তারপরেও যদি সিকিউরিটি না পাই তাহলে ব্যবসা করা মুশকিল।”

 

Next Article