Jamalpur Accident: দমুড়ে মুছড়ে একাকার দুধ সাদা পুলিশের গাড়ি, ভিতরে আটকে ছিল রক্তাক্ত শরীর, মৃত ডিএসপি-সহ ২

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 19, 2022 | 3:11 PM

Jamalpur Accident: বর্ধমানের জামালপুরের আঝাপুর এলাকায় ২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ট্রেলার আর পুলিশের গাড়িটি প্রায় পিছু পিছুই যাচ্ছিল।

Jamalpur Accident: দমুড়ে মুছড়ে একাকার দুধ সাদা পুলিশের গাড়ি, ভিতরে আটকে ছিল রক্তাক্ত শরীর, মৃত ডিএসপি-সহ ২
জামালপুরে পথ দুর্ঘটনায় ডিএসপি-র মৃত্যু

Follow Us

পূর্ব বর্ধমান: জামালপুরে ভয়াবহ দুর্ঘটনা। পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে রাজ্য পুলিশের ডিএসপি পদমর্যাদার এক পুলিশ কর্তা। মৃত্যু হয়েছে আরও এক সিভিক ভলেন্টিয়ারেও। জামালপুরের আঝাপুরে দুর্ঘটনার কবলে পড়ে পুলিশের গাড়িটি। দেহ দুটি উদ্ধার করে সুপার স্পেশ্যালিটি উইং অনাময় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও এক জন। তিনিই গাড়ি চালাচ্ছিলেন বলে জানা গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি। খবর পেয়ে অনাময় হাসপাতালে পৌঁছেছেন জেলা পুলিশ সুপার কামনাশিস সেন, একজন সিআইডি, ডিএসপি। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, চলন্ত ট্রলারের পিছনে পুলিশের গাড়িটি সজোরে গিয়ে ধাক্কা মারে, তাতেই দুর্ঘটনা বলে জানা যাচ্ছে।

বর্ধমানের জামালপুরের আঝাপুর এলাকায় ২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ট্রলার আর পুলিশের গাড়িটি প্রায় পিছু পিছুই যাচ্ছিল। পুলিশের গাড়ির গতিবেগও বেশি ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। আচমকাই পুলিশের গাড়িচালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলারের পিছনে ধাক্কা মারে। দুধ সাদা সুমো গাড়িটির সামনের অংশ একেবারে দুমড়ে মুছড়ে যায়।

গাড়িতে তিন জন ছিলেন। একজন ডিএসপি পদমর্যাদার পুলিশ কর্তা, একজন সিভিক ভলেন্টিয়ার ছিলেন। আর গাড়িচালক। দুর্ঘটনার পর গাড়ির ভিতরেই আটকে যান পুলিশকর্তা। কিন্তু তাঁর মাথায় গুরুতর চোট লাগে। স্থানীয় বাসিন্দারাই প্রাথমিকভাবে উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জামালপুর থানার পুলিশ। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁদের দু’জনকে মৃত বলে ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় গাড়িচালক এখনও হাসপাতালে ভর্তি।

প্রত্যক্ষদর্শীদের একাংশ মনে করছেন, হয়তো পুলিশের গাড়িচালকের চোখ লেগে এসেছিল। সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Next Article