Katwa: ভাগীরথীর জল কমতেই নতুন বিপদের হাতছানি, প্রহর গুনছেন পাড়ের বাসিন্দারা

Kousik Dutta | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 30, 2024 | 9:24 AM

Katwa: কাটোয়া ২ নম্বর ব্লকের অগ্রদ্বীপ গ্রাম। প্রতি বছরই বৃষ্টি হলে বা নদীতে জলস্তর বাড়লেই শুরু হয় ভাঙন। এবছরও নদীতে ভাঙন দেখা দিয়েছে। প্রতি বর্ষায় দিন বা রাত সর্বদাই নদীর পাড়ের বড় বড় মাটির চাই ভেঙে পড়ছে।

Katwa: ভাগীরথীর জল কমতেই নতুন বিপদের হাতছানি, প্রহর গুনছেন পাড়ের বাসিন্দারা
ভাগীরথী তীরে ভাঙন
Image Credit source: TV9 Bangla

Follow Us

কাটোয়া: ভাঙন আতঙ্কে কাটোয়ার অগ্রদ্বীপে। প্রথম দফায় ভাগীরথী নদীতে জল কমতেই গত চার পাঁচ দিন ধরে শুরু হয়েছে ভাঙন। এবার দ্বিতীয় দফায় ফের নদীতে জলস্তর বেড়ে যাওয়ায় আরও মারাত্মক ভাঙনের আতঙ্কে মানুষজন। অভিযোগ,বালির বস্তা ফেলে নদীর ভাঙন রোধ করা হলেও তা সবই জলে ধুয়ে গিয়েছে। ভাঙন কবলিত বহু পরিবারের রাতের ঘুম উড়ছে।পঞ্চায়েতের বক্তব্য, বহু বার প্রশাসনকে জানানো হলেও সেভাবে ভাঙন রোধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

কাটোয়া ২ নম্বর ব্লকের অগ্রদ্বীপ গ্রাম। প্রতি বছরই বৃষ্টি হলে বা নদীতে জলস্তর বাড়লেই শুরু হয় ভাঙন। এবছরও নদীতে ভাঙন দেখা দিয়েছে। প্রতি বর্ষায় দিন বা রাত সর্বদাই নদীর পাড়ের বড় বড় মাটির চাই ভেঙে পড়ছে। জল কমে যাওয়ার পর ফের নদীতে জল বেড়ে যাওয়ায় এবার যেন বড়সড় ভাঙনের আতঙ্ক গ্রাস করেছে বাসিন্দাদের। এমনিতেই বহু মানুষের বসতবাড়ি বা তাঁদের চাষের জমি চলে গিয়েছে নদী গর্ভে। অনেকেই সর্বস্ব হারিয়ে গ্রাম ছেড়ে চলে গেছে।এখন গ্রামের ঘোষ পাড়া, মাঝের পাড়া সহ আরও কয়েকটি পাড়ার কয়েকশো বাসিন্দাদের নদী পাড়ে বাড়ি হওয়ায় তারা সকলেই আতঙ্কে রয়েছে।

ভাঙন কবলিত এক দুর্গতর অভিযোগ, “আমাদের সামর্থ্য নেই যে, অন্য কোথাও চলে যাব। প্রশাসনকে জানানো হলেও ভাঙন রোধে উদ্যোগী হয় না। কোনও সাহায্য মেলে না।”

এই খবরটিও পড়ুন

Next Article