রায়না: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক, স্কুল জীবনের দুই বড় পরীক্ষারই সময় বদলে ফেলা হয়েছে। আগে যে মাধ্যমিক পরীক্ষা পৌনে ১২টায় শুরু হত, নতুন নিয়মে তা শুরু হবে সকাল ৯টা ৪৫ মিনিটে। অর্থাৎ, সকাল বেলা ঘুম থেকে উঠেই পরীক্ষা কেন্দ্রের দিকে ছুটতে হবে পড়ুয়াদের। পরীক্ষার্থীরা সকাল বেলা পড়ার সময় পাবেন না বলেই মনে করছে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। এবার পরীক্ষার্থীদের অসুবিধার কথা এসএফআই ছাত্রনেত্রী দীপ্সিতা ধরের গলাতেও। সরকারি এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে কড়া ভাষায় সমালোচনা করেছেন দীপ্সিতা।
বাম ছাত্র নেত্রী তীব্র আক্রমণাত্মক মেজাজ বললেন, ‘যে পরিবারের ছেলেমেয়েরা এইসব সরকারি স্কুলে পড়ে না, তাদের পরিবারের লোকজন যখন নীতি-নির্ধারণ করেন, তখন তাঁরা এরকম কাজ করতে পারেন।’ তাঁর যুক্তি, মাধ্যমিকের সিট তো পাশের গ্রামে পড়ে না। স্কুল থেকে একটু দূরেই পড়ে। কাউকে যদি সকাল ৯টায় কোনও পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে হয়, সকাল ৭টায় তাঁকে বাড়ি থেকে বেরতে হবে। সেক্ষেত্রে এই সময় এগিয়ে আনার ফলে অনেকেই সমস্যায় পড়বে বলে মনে করছেন দীপ্সিতা।
এসএফআই নেত্রীর বক্তব্য, যেহেতু স্কুল জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক, তাই প্রত্যেকের চেষ্টা করা উচিত, কীভাবে পরীক্ষার্থীদের আরও কমফর্টেবল করা যায়। কিন্তু তার পরিবর্তে ‘কোনও কারণ ছাড়াই’ মাধ্যমিকের সময় এগিয়ে আনা হল বলে মনে করছেন দীপ্সিতা। বললেন, ‘এ রাজ্যের সরকার ছাত্র বিরোধী, পড়ুয়াদের কথা ভাবে না। গরিব ছাত্রদের কথা ভাবে না। এটা আবারও প্রমাণ হল।’
যদিও মাধ্যমিক পরীক্ষার সময় এগিয়ে আনা নিয়ে মধ্য শিক্ষা পর্ষদেরও যুক্তি রয়েছে। পর্ষদের বক্তব্য, পড়ুয়াদের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাংবাদিক বৈঠক করে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, তাড়াতাড়ি পরীক্ষা মিটে গেলে পরীক্ষার্থীরা বাড়ি ফিরে পরের দিনের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে।