Purbo Burdwan: ক্যারাম খেলাও যাবে না! আদালতের নির্দেশে পুরোই বন্ধ কলেজের ইউনিয়নরুম
Purbo Burdwan: বর্ধমান রাজ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিজয় চাঁদ বলেন, "আদালতের রায়কে আমাদের সকলের মানতে হবে।" তাঁর দাবি, "আমাদের কলেজে ছাত্র সংসদ রুম বেশিরভাগ সময়ই বন্ধ থাকত। মাঝে মধ্যে ছাত্রছাত্রীরা ক্যারামবোর্ড খেলার জন্য খুলত। তবে এবার থেকে ক্যারামবোর্ড বা অন্য খেলার জন্য ছাত্রছাত্রীরা কমনরুম ব্যবহার করবে।"

বর্ধমান: আদালতের নির্দেশের পর তৎপর কলেজ কর্তৃপক্ষ। কলেজের ইউনিয়ন রুমে পাকাপাকি ভাবে তালা লাগিয়ে দেওয়া হল।
বর্ধমান রাজ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিজয় চাঁদ বলেন, “আদালতের রায়কে আমাদের সকলের মানতে হবে।” তাঁর দাবি, “আমাদের কলেজে ছাত্র সংসদ রুম বেশিরভাগ সময়ই বন্ধ থাকত। মাঝে মধ্যে ছাত্রছাত্রীরা ক্যারামবোর্ড খেলার জন্য খুলত। তবে এবার থেকে ক্যারামবোর্ড বা অন্য খেলার জন্য ছাত্রছাত্রীরা কমনরুম ব্যবহার করবে।”
তার পাশাপাশি তিনি আরও বলেন, “নিয়ম মেনে ছাত্র সংসদ নির্বাচন প্রক্রিয়া করা হোক। তাতে সকলেরই ভাল হবে।” আদালতের এই রায়ে খুশি সাধারণ ছাত্রছাত্রীরা। তারাও চাইছেন দ্রুত ছাত্র সংসদ নির্বাচন হোক এবং যেই ক্ষমতায় আসুক তার দ্রুত সংসদ রুম খোলার ব্যবস্থা করুক।
আদালতের এই রায় ইতিবাচক দিকে ছাপ রাখবে বলে জানাচ্ছে এস এফ আই। তবে এসএফআই-এর শহর সম্পাদক অমৃত রায়ের বক্তব্য, “এই রায় যেন রায়ের মধ্যে থেমে না থাকে। প্রত্যেকটি কলেজ কর্তৃপক্ষকে দ্বায়িত্ব নিয়ে ইউনিয়ন রুম বন্ধ রাখতে হবে। ইউনিয়ন রুম খুলতে হলে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে।” জেলা তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ বলেন, “আমরা যে কোন সময় নির্বাচনের জন্য প্রস্তুত।”

