পূর্বস্থলী: ‘ফান্ড নেই’ পঞ্চায়েতের। হবে না রাস্তা সারাই। দীর্ঘদিন ধরে এটাই শুনে আসছিলেন গ্রামবাসীরা। তাই নিজে উদ্যোগী হয়ে নিজ খরচে রাস্তা সংস্কার করলেন বিজেপি পঞ্চায়েত সদস্য। ৩০ বছর পর জল কাদা রাস্তা থেকে মুক্তি মিলল এলাকাবাসীদের। যদিও তৃনমূল পঞ্চায়েত প্রধান এই বিষয়ে কিছুই জানে না বলে দাবি করেছেন। বিজেপি সদস্যর দাবি, রাস্তা সারাই করতে বললে ফান্ড নেই বলে জানিয়েছে প্রধান।
পূর্বস্থলী ১ নম্বর ব্লকের জাহান্নগর পঞ্চায়েতের মাগনপুর এলাকায় গ্রামের ভেতরের বারোশো ফুট একটি রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল। ৪০টি পরিবার এই রাস্তার উপর নির্ভরশীল। অভিযোগ ৩০ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এই রাস্তা সংস্কার করেনি পঞ্চায়েত। যে রাস্তায় বর্ষায় চলা দায়।
অসাবধানতায় দুর্ঘটনার শিকার হয় স্কুল পড়ুয়া ও বাসিন্দারা।এলাকাবাসীরা রাস্তা সংস্কারের আবেদন করলে বেহাল রাস্তার দুর্দশা দেখে রাস্তা সংস্কারে উদ্যোগী হন পঞ্চায়েতের বিজেপি সদস্য সন্তোষ কুমার দাস।পঞ্চায়েত ও প্রধানের কাছে রাস্তা সারাইয়ের আবেদন করলে ‘ফান্ড নেই’ বলে জানানো হয় বিজেপি সদস্যকে।এরপর তিনি নিজের সাম্মানিক পাওয়া টাকায় পাকা না হলেও ইট কিনে বেহাল রাস্তা চলাচলের উপযোগী করার কাজ শুরু করেন।
বিজেপি সদস্য সন্তোষ কুমার দাস বলেন, “এলাকাবাসীদের অনুরোধে পঞ্চায়েতে রাস্তা সারাইয়ের জন্য আবেদন জানালে প্রধান মৃনাল কান্তি দেবনাথ ফান্ড নেই বলেন। তাই সদস্য হিসাবে নিজের পাওয়া টাকা থেকেই আপাতত চলার উপযোগী করে দেয়ায় হচ্ছে।” প্রধানের সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়। তিনি বলেন, “বিজেপি সদস্য নিজের টাকায় রাস্তা সংস্কার করছেন, এমন কথা আমার জানা নেই। তবে কয়েকদিনের মধ্যেই রাস্তা সংস্কারের কাজ শুরু হবে।”