Raju Jha Murder Case: কে এই আব্দুল লতিফ? যাঁর গাড়িতে খুন হলেন কয়লা মাফিয়া রাজু ঝা
Raju Jha Murder Case: গরুপাচারকাণ্ডে এনামুলের পরই দ্বিতীয় নাম লতিফের। ইলামবাজারে আব্দুলের বিলাসবহুল বাড়ি, অফিস। ওই অফিস থেকেই গরু পাচারের কালো কারবার বোলপুরে নাজ মার্বেলের দোকান আব্দুলের।
শক্তিগড়: কয়লা মাফিয়া রাজু ঝা খুন হয়েছেন গরু পাচারের অন্যতম অভিযুক্ত আব্দুল লতিফের গাড়িতে। আর তাতেই বাড়ছে রহস্য। প্রশ্ন উঠছে কে এই আব্দুল লতিফ? গরু পাচারকাণ্ডে সিবিআইয়ের খাতায় নাম রয়েছে এই আব্দুল লতিফের। সেই লতিফের গাড়ি যাওয়ার সময় খুন হয়েছেন কয়লা মাফিয়া রাজু ঝা। কিন্তু রাজু খুনে এই আব্দুল লতিফের কী যোগসূত্র? কে এই আব্দুল লতিফ? তদন্তকারীরা জানাচ্ছেন, ২০১২-১৩ মধ্যে লতিফ ওরফে হীঙুরের উত্থান। গরুপাচারকাণ্ডে এনামুলের পরই দ্বিতীয় নাম লতিফের। ইলামবাজারে আব্দুলের বিলাসবহুল বাড়ি, অফিস। ওই অফিস থেকেই গরু পাচারের কালো কারবার বোলপুরে নাজ মার্বেলের দোকান আব্দুলের। নিজেকে পাথরের ব্যবসায়ী বলেও দাবি করতেন আব্দুল। এনামুল গ্রেফতারের পরই গা ঢাকা দেন লতিফ। বাংলাদেশে গা ঢাকা দিয়েছিলেন লতিফ।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গরু পাচার মামলার তদন্তে তলবও করেছিলেন আব্দুল লতিফকে। সিবিআই সূত্রে খবর, সায়গল হোসেনের সঙ্গে গরু পাচার মামলায় কিংপিন এনামুল হক ও আব্দুল লতিফের একাধিকবার ফোনে কথা হয়েছে। সেই সূত্র ধরেই তদন্তের স্বার্থে তাঁকে তলব করা হয়েছিল। আব্দুল লতিফের বিরুদ্ধে একাধিক তথ্য় প্রমাণ হাতে পেয়েছেন তদন্তকারীরা। ভিন রাজ্য থেকে বীরভূমে যে গরু আনা হত, তা ইলামবাজারের গরুর হাটে নিয়ে যাওয়া হত। এই হাটের দেখভালের দায়িত্বে আব্দুল লতিফ ছিলেন বলেই জানা গিয়েছে।
এই আব্দুল লতিফ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চোখে ফেরার ছিলেন। তাঁরই গাড়িতে কীভাবে রাজু ঝা ছিলেন? এই রাজুর সঙ্গে আব্দুল লতিফের কী যোগ? কয়লা ও গরু পাচারের লিঙ্কে কী থাকতে পারে, খতিয়ে দেখছেন তদন্তকারীরা।