পূর্ব বর্ধমান: স্বাস্থ্যকেন্দ্রে ধূমপান বা পান-গুটখার পিক ফেলা বন্ধ করতে অভিনব প্রচার মন্তেশ্বরের কাদম্বিনী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। স্বাস্থ্যকেন্দ্রকে নেশামুক্ত করতে বলিউডি ডায়লগের কপি। জনপ্রিয় হিন্দি সিনেমার নায়ক বা খলনায়কদের জনপ্রিয় সংলাপকে সামনে রেখে চলছে প্রচার। এ নিয়ে পোস্টার দেওয়া হয়েছে স্বাস্থ্যকেন্দ্রে।
অমিতাভ বচ্চনের সুপারহিট ছবি ‘দিওয়ার’। এ ছবিরই সেই কালজয়ী সংলাপ, যেখানে অমিতাভ শশী কাপুরকে প্রশ্ন করছে ‘আজ মেরে পাস বংলা হ্যয়, গাড়ি হ্যয়, কেয়া হ্যয় তুমহারে পাস?’ শশীর জবাব, ‘মেরে পাস মা হ্যয়’। যে কোনও প্রজন্ম এই সংলাপ বলে দিতে পারে অনায়াসে। কিংবা শোলে ছবিতে আমজাদ খানের মুখে সেই বিখ্যাত ডায়লগ, ‘আরে ও সাম্ভা কিতনে আদমি থে?’
মন্তেশ্বরের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রচারের জন্য ব্যবহার করা হয়েছে এই ডায়লগগুলিই। তবে একটু ঘুরিয়ে। যেমন, ‘আরে ও সাম্ভা হাসপাতাল চত্বরে ধূমপান করলে সরকার কত জরিমানা রেখেছে?’ হোর্ডিংয়ের নীচে লেখা ‘পুরো ২০০ টাকা সর্দার’।
আবার আরেকটি হোর্ডিংয়ে লেখা, ‘আমার কাছে হাসপাতাল আছে, ডাক্তার আছে, নার্স আছে তোমার কাছে কি আছে? আমার মুখে পান আছে।’ সঙ্গে লেখা, ‘কিন্তু এই হাসপাতালে থুতু ফেলো না।’ এমন সব পোস্টার মন দিয়ে দেখছেনও রোগীর আত্মীয়রা।
রোগী নিয়ে এসেছিলেন আদুরি দাস। তিনি বলেন, “পানের পিক, থুথু যেখানে সেখানে যেন না ফেলে সেসব লিখেছে দেখলাম। আসলে এত মানুষ আসেন। একটু পরিষ্কার থাকলে আমাদের জন্যই তো তা ভাল। আর অমিতাভ বচ্চনের ছবি দিয়ে প্রচার করছে দারুণ ব্যাপার।”
এ বিষয়ে চিকিৎসক পার্থসারথি ভান্ডারি বলেন, “আমরা মানুষের মধ্যে সচেতনতা আনার চেষ্টা করছি। আসলে ধূমপান করলে অনেকরকম রোগ হতে পারে। সমাজের জন্যও তো ভাল নয়। মানুষ যাতে এসব থেকে বিরত থাকেন তাই এই প্রচার। শুধু মানুষকে বললে হবে না যে ধূমপান করবেন না। তাই প্রচারে আমরা চমক রেখেছি। অমিতাভ বচ্চনদের মতো মুখ এ ক্ষেত্রে খুবই পজিটিভ। কারণ তাঁদের সকলে চেনেন। সমাজে একটা আলাদা গ্রহণযোগ্যতা আছে তাঁদের। তাই এই পোস্টারগুলো করা হয়েছে।”