Bardhaman: হারানো জমি পুনরুদ্ধার করে লাল ঝাণ্ডা পুঁতল বামেরা
Bardhaman: পূর্ব বর্ধমানের ভাতারের পর এবার খণ্ডঘোষে আবার জমির লড়াই শুরু হল। মঙ্গলবার খণ্ডঘোষের সগড়াই গ্রাম পঞ্চায়েতের জুবিলা গ্রামে লাল পতাকা পুঁতে 'দখল হয়ে যাওয়া জমি 'পুনর্দখল' করলেন কৃষকসভার কর্মী সমর্থকরা।

বর্ধমান: পূর্ব বর্ধমান জেলায় ফের জমি দখল। লাল পতাকা পুঁতে জমি দখল ‘সারা ভারত কৃষক সভার’ যদিও কৃষক এবং তাঁদের নেতারা বলছেন, দখল নয় এটা পুর্নদখল। এ জমিতে তাঁদের পাট্টা ছিল। জোর করে কয়েকদিন দখল করা হয়েছিল।
পূর্ব বর্ধমানের ভাতারের পর এবার খণ্ডঘোষে আবার জমির লড়াই শুরু হল। মঙ্গলবার খণ্ডঘোষের সগড়াই গ্রাম পঞ্চায়েতের জুবিলা গ্রামে লাল পতাকা পুঁতে ‘দখল হয়ে যাওয়া জমি ‘পুনর্দখল’ করলেন কৃষকসভার কর্মী সমর্থকরা।
সিপিএমের কৃষকসভার নেতা বিনোদ ঘোষের অভিযোগ, কৃষকদের পাট্টা পাওয়া জমি থেকে তাদের জোর করে উচ্ছেদ করা হয়েছিল। ভূমিহীন কৃষকরা লাঙল যার জমি তার’ স্লোগানকে সামনে রেখে সেই জমির অধিকার পুনঃপ্রতিষ্ঠা করেছেন। কৃষকরা বলেন, “গত ৪৫ বছর ধরে ওই জমিতে চাষ করছিলাম। জোর করে সেই জমি দখল করে অন্যরা চাষ করতে শুরু করে। সেই জমিই ফের দখল নেওয়া হয়েছে।” এই ঘটনাকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র প্রসেনজিৎ দাস জানান, “জমির মালিকানা নিয়ে প্রশ্ন থাকলে তা বিচার করবে আইন আদালত, প্রশাসন। সিপিএম জমি পুনর্দখলের নামে রাজনীতি করে লাইম-লাইটে আসতে চাইছে।”

