TMC Candidate Sharmila Sarkar: ‘প্রতিশ্রুতি রাখতে পারব তো?’, বুক দুরু-দুরু তৃণমূলের শর্মিলার
TMC Candidate Sharmila Sarkar: বুধবার সন্ধ্যেই কাটোয়ার সংহতি মঞ্চে দলীয় সভায় আসেন বর্ধমান পূর্ব কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শর্মিলা সরকার। তিনি জানান, বাড়িতে রাজনীতির পরিবেশ থাকলেও নিজে কোনও দিন রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না।
কাটোয়া: এই প্রথমবার ভোটের ময়দানে পা রেখেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডা: শর্মিলা সরকার। সরাসরি রাজনীতির সঙ্গে এর আগে কখনওই যুক্ত ছিলেন না তিনি। তাই বুক তো দুরু-দুরু করছেই। তবে ‘ভয়ের’ মধ্যেই লোকসভার প্রার্থী হতে পেরে ভালই লাগছে শর্মিলা সরকারের। তৃণমূল এই প্রার্থী জানিয়েছেন, “নির্বাচনী প্রতিশ্রুতি দেওয়া এবং প্রতিশ্রুতি রাখতে পারা নিয়ে ভয় লাগছে।”
বুধবার সন্ধ্যেই কাটোয়ার সংহতি মঞ্চে দলীয় সভায় আসেন বর্ধমান পূর্ব কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শর্মিলা সরকার। তিনি জানান, বাড়িতে রাজনীতির পরিবেশ থাকলেও নিজে কোনও দিন রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন,”আমি যেহেতু মনোরোগ বিশেষজ্ঞ সেজন্য প্রথম কাজ হবে মানুষের স্বাস্থ্যের উন্নতি করা। তারপরে সার্বিক স্বাস্থ্যের উন্নতি করা। এছাড়া এলাকার সার্বিক উন্নয়ন যেমন স্বাস্থ্য, শিক্ষা,রাস্তা মানুষের বাসস্থান থাকবে সাংসদ হয়ে এটাই হবে আমার লক্ষ্য। আমি আশা করি এলাকার সকল মানুষ আমার সঙ্গে থাকবে।”
এদিন সভাকক্ষে তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় উপস্থিত কর্মী সমর্থকদের সঙ্গে প্রার্থীর পরিচয় করিয়ে দেন। কাটোয়ার অগ্রদ্বীপের বাসিন্দা শর্মিলা সরকার কাটোয়া কলেজে দু’বছর পড়ার পর ডাক্তারি পড়তে কলকাতায় চলে যান। কলকাতার দমদমের বাসিন্দা হলেও অগ্রদ্বীপে গ্রামের বাড়ির সঙ্গে যোগাযোগ আছে।