Weather: আগামী ২-৩ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে বিপর্যয় নেমে আসছে… সতর্ক করলেন বিশেষজ্ঞরা

Kousik Dutta | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 15, 2024 | 4:32 PM

Weather: আচমকা হাওয়ায় বেসামাল হয়ে যান ছাত্রী। দৌড়ে পালানোর আগেই পাড়ার ক্লাবের প্যান্ডেলের গেটের বাঁশ উপড়ে পড়ে তাঁর ওপর। হুড়মুড়িতে বাঁশের কাঠামো ভেঙে পড়ে তাঁর ওপর। মাথায় গুরুতর চোট পান ওই ছাত্রী।

Weather:  আগামী ২-৩ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে বিপর্যয় নেমে আসছে... সতর্ক করলেন বিশেষজ্ঞরা
বর্ধমানে ভেঙে পড়ল প্যান্ডেল
Image Credit source: TV9 Bangla

Follow Us

বর্ধমান: পূর্বাভাস আগেই ছিল। কিন্তু দুর্যোগ যে এতটা ভয়াবহ হবে, তা বুঝতে পারেননি কেউই। সকাল থেকেই মেঘলা ছিল আকাশ। কিন্তু দুপুরের পর হঠাৎ করেই গাঢ় অন্ধকার হয়ে যায় এলাকায়। মনে হয় সন্ধ্যা ঘনিয়ে এসেছে। কিছু বুঝে ওঠার আগেই ঝোড়ো হাওয়া। ক্ষণিকের দমকা ঝড়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল কালনার বৈদ্যপুরে। ঝোড়ো হাওয়ায় উপচে পড়ে সরস্বতী পুজোর প্যান্ডেলের গেট। আর তাতে চাপা পড়ে গুরুতর আহত এক ছাত্রী। তাঁকে গেটের বাঁশ সরিয়ে মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান স্থানীয় বাসিন্দারা। সকাল থেকেই মেঘলা ছিল আকাশ। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর তিনটে নাগাদ হঠাৎ করেই গোটা আকাশ কালো মেঘে ঢেকে যায়। দমকা হাওয়া দিতে শুরু করে। রাস্তাতেই গাড়ি দাঁড়িয়ে যায়। পথ চলতি সাধারণ মানুষ আশ্রয় নেন নিরাপদ স্থানে। ওই কিশোরী তাঁর বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। আচমকা হাওয়ায় বেসামাল হয়ে যান ছাত্রী। দৌড়ে পালানোর আগেই পাড়ার ক্লাবের প্যান্ডেলের গেটের বাঁশ উপড়ে পড়ে তাঁর ওপর। হুড়মুড়িতে বাঁশের কাঠামো ভেঙে পড়ে তাঁর ওপর। মাথায় গুরুতর চোট পান ওই ছাত্রী। দৃশ্য দেখে বৃষ্টির মধ্যেই ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা দ্রুত উদ্ধার করে তাঁকে হাসপাতালে ভর্তি করান।

আলিপুর আবহাওয়া দফতরের দুপুরের বুলেটিন অনুযায়ী, আগামী ২-৩ ঘণ্টায় বাঁকুড়ায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেক্ষেত্রে ৪০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো বাতাস।  বাঁকুড়ার কিছু জায়গায় বজ্রপাত, শিলাবৃষ্টির সতর্কতা রয়েছে। আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঝড় বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমানের কাটোয়া, হুগলি, হাওড়াতেও। হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও।

Next Article
Saraswati Pujo: ভালবাসা হাতে ছেলেদের হস্টেলে ঢুকল মেয়েরা! বিশ্ববিদ্যালয়ে ঈর্ষা ধরানোর মতন প্রেম দিবস পালন
Rain in Bengal: সন্ধ্যার আচমকা ঝড়-বৃষ্টিতে ভাঙল সরস্বতী পুজোর মণ্ডপ, গলসিতে মৃত ১, আহত ৩