West Bengal Assembly Election 2021 Phase 6: ‘৩ দিন পর আমার সরকার ক্ষমতায় আসবে, দেখে নেব আপনি কত বড় পুলিশ অফিসার!’, বুথের বাইরেই বেপরোয়া তৃণমূল নেতা
ভোটের সকালে (West Bengal Assembly Election 2021 Phase 6) পূর্ব বর্ধমানের (Purbo Bardhaman) প্রতাপপুরের ঘটনা।
ভোটের সকালে আউশগ্রামের ১৫৩ নম্বর বুথে ডাঙাপাড়া হাইস্কুলে জমায়েত হয়েছে, এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেখা যায় সেখানকার তৃণমূল নেতা অরূপ মিদ্যা, তাঁর কর্মীদের নিয়ে বুথের বাইরে দাঁড়িয়ে রয়েছেন। তখনই রীতিমতো পুলিশের সামনে দাঁড়িয়ে আঙুল উঁচিয়ে শাসাতে দেখা যায় ওই তৃণমূল নেতাকে।
সাম্প্রতিকতম খবর জানতে ক্লিক করুন
গোটা ঘটনা TV9 বাংলার ক্যামেরাবন্দি হয়েছে। দেখা যাচ্ছে ওই তৃণমূল নেতা বলছেন, “ইলেকশন দেখাচ্ছেন নাকি? তিন দিন পর আমার সরকার আসবে আর আপনাদের কাজ করতে হবে এখানেই। তখন দেখে নেব…” হাঁটতে হাঁটতেই আঙুল উঁচিয়ে কথাগুলি বলছিলেন তিনি।
ঘুরে দাঁড়িয়ে আবার বলেন, “আমি এই চ্যালেঞ্জ করে গেলাম। তিন দিন পর আমার সরকার আসবে। তখন দেখে নেব আপনি কত বড় অফিসার আর আমি কত বড় নেতা। ”
এখানেই থামেননি। পুলিশ তাঁকে সরিয়ে দিচ্ছিল বলে তাঁর পাল্টা প্রশ্ন, “কী করছেন আপনারা এ সব? কী করছেনটা কী?” কর্তব্যরত পুলিশকর্তা তখন তাঁকে বলেন, “আমরা কিছুই করছি না, আপনি চুপ করুন…” কথা শেষ হওয়ার আগেই তৃণমূল নেতার পাল্টা প্রশ্ন, “আপনাদের কি শীতলকুচি করার ইচ্ছা আছে নাকি?” ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়়িয়ে পড়ে এলাকায়। পরে ওই নেতাকে এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়।