West Bengal Assembly Election Phase 5: বুথে ঢোকার আগেই বিজেপি এজেন্টদের ‘মারধর’, রক্ত ঝরল বর্ধমান উত্তরে

Apr 17, 2021 | 7:29 AM

ভোট শুরুর আগেই তপ্ত বর্ধমান উত্তর (Bardhaman Uttar)। একাধিক বুথে বিজেপির (Bengal BJP) এজেন্টদের ওপর হামলা। তির তৃণমূলের (TMC) দিকে।

West Bengal Assembly Election Phase 5: বুথে ঢোকার আগেই বিজেপি এজেন্টদের মারধর, রক্ত ঝরল বর্ধমান উত্তরে
আহত বিজেপি এজেন্টরা

Follow Us

বর্ধমান: ভোট শুরুর আগেই তপ্ত বর্ধমান উত্তর (Bardhaman Uttar)। একাধিক বুথে বিজেপির (Bengal BJP) এজেন্টদের ওপর হামলা। তির তৃণমূলের (TMC) দিকে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

সরাইটিকর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে ৭০, ৭১, ৭২, ৭৩ নম্বর বুথে বিজেপির এজেন্টদের মারধরের অভিযোগ। আহত হয়েছেন দুই এজেন্ট। অজিত সরকার ও অজিত সরেনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের সরাইটিকর গ্রামে এই চারটে বুথ রয়েছে।

আরও পড়ুন: ছবি তুলছিলেন চিত্র সাংবাদিক, হাত উঁচিয়ে TV9 বাংলার প্রতিনিধিকে জওয়ান বললেন, ‘মারুঙ্গা এক চাপ্পড়’!

বিজেপির দাবি, তাদের এজেন্টরা সকালে যখন বুথে আসছিলেন, ঠিক তার আগেই তাঁদের ওপর হামলা হয়। বাঁশ , লাঠি রড নিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। মাথায় এক জনের গুরুতর চোট লাগে। আরেক জনেরও বুকে, পিঠে চোট লাগে। তাঁদের আঘাত গুরুতর। তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যদিও গোটা বিষয়টি অস্বীকার করেছে তৃণমূল। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, এটা তাদের গোষ্ঠীকোন্দলের জের।

Next Article