Dilip Ghosh: ‘সবাই চোর সবাই চোর করে মানুষের মধ্যে হীনমন্যতা আসছে!’ বোধোদয়ের পথ দেখালেন দিলীপ

Manatosh Podder | Edited By: Soumya Saha

Apr 26, 2024 | 10:43 AM

Dilip Ghosh: দিলীপ ঘোষের মতে, 'সবাই চোর, সবাই চোর বলে মানুষের মধ্যে একটা হীনমন্যতা চলে এসেছে। মানুষ ভাবছে, তাহলে কি চোরেরাই রাজত্ব করছে? যাদের সকালে ঘুম থেকে ওঠার পর থেকে দেখছি, তারা সবাই কি চোর? এটা সমাজের পক্ষে ও পরবর্তী প্রজন্মের পক্ষে ভাল নয়।'

Dilip Ghosh: সবাই চোর সবাই চোর করে মানুষের মধ্যে হীনমন্যতা আসছে! বোধোদয়ের পথ দেখালেন দিলীপ
দিলীপ ঘোষ
Image Credit source: TV9 Bangla

Follow Us

বর্ধমান: যাঁর যা বক্তব্য আছে, তাঁর যেন নিজের বক্তব্য জানানোর জন্য আদালতে যান। এসএসসি নিয়োগ মামলার রায়ের পর সাম্প্রতিক ঘটনা পরম্পরা নিয়ে এবার এই মন্তব্যই করলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। একইসঙ্গে সমাজের একাংশে যে ‘চোর চোর’ রব উঠেছে, তার সঙ্গেও পুরোপুরি সহমত নন তিনি। দিলীপ ঘোষের মতে, ‘সবাই চোর, সবাই চোর বলে মানুষের মধ্যে একটা হীনমন্যতা চলে এসেছে। মানুষ ভাবছে, তাহলে কি চোরেরাই রাজত্ব করছে? যাদের সকালে ঘুম থেকে ওঠার পর থেকে দেখছি, তারা সবাই কি চোর? এটা সমাজের পক্ষে ও পরবর্তী প্রজন্মের পক্ষে ভাল নয়।’

উল্লেখ্য, সম্প্রতি এসএসসি নিয়োগ মামলায় চূড়ান্ত রায় ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গোটা নিয়োগ প্যানেলকেই বাতিল করে দিয়েছে। বাতিল হয়েছে ২৫ হাজারেও বেশি নিয়োগপত্র। এর ফলে প্রশ্ন উঠে গিয়েছে প্রায় ২২ হাজার শিক্ষক, শিক্ষাকর্মীর চাকরি নিয়ে। যাঁদের মধ্যে আবার একাংশ দাবি করছেন, তাঁরা ‘যোগ্য’ চাকরি প্রাপক। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও গতকাল এক জনসভা থেকে ‘যোগ্য’ চাকরিপ্রাপকদের কাজ হারানোর সহানুভূতি প্রকাশ করেছেন। এসবের মধ্যেই এবার মুখ খুললেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষও।

দিলীপ ঘোষের কথায়, যাঁর যা বক্তব্য আছে, সেই ব্যক্তি যেন নিজের বক্তব্য নিয়ে আদালতের দ্বারস্থ হন। যাতে আদালত বিচার-বিবেচনা করে নিষ্পত্তির পথ দেখাতে পারে।

Next Article