শক্তিগড়: গরু পাচারকাণ্ডে দীর্ঘদিন ধরে সিবিআইয়ের (CBI) স্ক্যানারে আব্দুল লতিফ। এদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁকে খুঁজেই পাচ্ছেন না। তাদের খাতায় কার্যত ‘ফেরার’ লতিফ। আর সেই লতিফকেই দেখা গেল শক্তিগড়ে কয়লার কারবারি রাজেশ ঝা ওরফে রাজু ঝা খুনের পরের মুহূর্তে। একটা ভিডিয়ো ভাইরাল হয়েছে। যদিও এর সত্যতা যাচাই করেনি টিভি নাইন বাংলা। তবে সেখানে দেখা যাচ্ছে আব্দুল লতিফ রাজু ঝায়ের গাড়ির সামনে ঘোরাফেরা করছেন। রাজু ঝায়ের উপর হামলার পর রাজুর গাড়ির সামনেই মোবাইল কানে নিয়ে হাঁটতে দেখা যায় তাঁকে। শনিবার রাতে বর্ধমানের শক্তিগড়ে ল্যাংচা হাবের সামনে গুলি করে খুন করা হয় কয়লার কারবারি রাজু ঝাকে। এই ঘটনা যখন ঘটে, সেই সময় রাজু ও গাড়ির চালক ছাড়াও সেই গাড়িতে ছিলেন আরও দু’জন। এরমধ্যে একজন ব্রতীন মুখোপাধ্যায়। তবে দ্বিতীয়জন নিয়ে তীব্র ধোঁয়াশা তৈরি হয়। সূত্র দাবি করে, গাড়িতে সে সময় ব্রতীন ছাড়া ছিলেন আব্দুল লতিফ। এমনকী যে সাদা এসইউভি গাড়িতে রাজু ঝা সে সময় ছিলেন, সেই গাড়িটিও আব্দুল লতিফেরই বলে জানা যায়।
শুধু তাই নয়, এমনও সূত্র মারফত উঠে আসে শনিবার বিকেলে হোটেলে আব্দুল লতিফ ও রাজু ঝায়ের বৈঠক হয়। দুর্গাপুরের সিটি সেন্টারে রাজু ঝার হোটেল ফরচুন পার্ক। শনিবার বিকালে এই হোটেলেই আব্দুল লতিফের সঙ্গে বৈঠক হয় তাঁর। তারপর সন্ধ্যায় কলকাতার উদ্দেশে রওনা দেন রাজু।
সূত্রের আরও দাবি, সেই বৈঠকে লতিফের সঙ্গে কথা কাটাকাটি হয় রাজুর। এই খুন ঘিরে প্রতি বাঁকে বাঁকে রহস্য। এরইমধ্যে এবার একটি ফুটেজ সামনে আসছে। ভাইরাল সেই ফুটেজ মোবাইল ফোনে বন্দি। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে সাদা জামা পরে আব্দুল লতিফ সেখানে। ফোনে কথা বলছেন। এরপর যদিও লতিফকে আর দেখা যায়নি।
অন্যদিকে সিবিআইও তাঁকে খুঁজছে। জামিন অযোগ্য ওয়ারেন্ট রয়েছে আব্দুল লতিফের নামে। এদিকে রাজু ঝায়ের হোটেলের কর্মীরা এর আগে বারবার দাবি করেছেন, শনিবার বিকেল ৩টের কিছু পরে ব্রতীন মুখোপাধ্যায়, আব্দুল লতিফ ও রাজু ঝা একইসঙ্গে বেরিয়েছিলেন। রাজু ঝায়ের খুনের পরদিনই সামনে আসা এই ভিডিয়ো বলে দিচ্ছে ঘটনার পিছনে লুকিয়ে গূঢ় রহস্য।
শক্তিগড়: গরু পাচারকাণ্ডে দীর্ঘদিন ধরে সিবিআইয়ের (CBI) স্ক্যানারে আব্দুল লতিফ। এদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁকে খুঁজেই পাচ্ছেন না। তাদের খাতায় কার্যত ‘ফেরার’ লতিফ। আর সেই লতিফকেই দেখা গেল শক্তিগড়ে কয়লার কারবারি রাজেশ ঝা ওরফে রাজু ঝা খুনের পরের মুহূর্তে। একটা ভিডিয়ো ভাইরাল হয়েছে। যদিও এর সত্যতা যাচাই করেনি টিভি নাইন বাংলা। তবে সেখানে দেখা যাচ্ছে আব্দুল লতিফ রাজু ঝায়ের গাড়ির সামনে ঘোরাফেরা করছেন। রাজু ঝায়ের উপর হামলার পর রাজুর গাড়ির সামনেই মোবাইল কানে নিয়ে হাঁটতে দেখা যায় তাঁকে। শনিবার রাতে বর্ধমানের শক্তিগড়ে ল্যাংচা হাবের সামনে গুলি করে খুন করা হয় কয়লার কারবারি রাজু ঝাকে। এই ঘটনা যখন ঘটে, সেই সময় রাজু ও গাড়ির চালক ছাড়াও সেই গাড়িতে ছিলেন আরও দু’জন। এরমধ্যে একজন ব্রতীন মুখোপাধ্যায়। তবে দ্বিতীয়জন নিয়ে তীব্র ধোঁয়াশা তৈরি হয়। সূত্র দাবি করে, গাড়িতে সে সময় ব্রতীন ছাড়া ছিলেন আব্দুল লতিফ। এমনকী যে সাদা এসইউভি গাড়িতে রাজু ঝা সে সময় ছিলেন, সেই গাড়িটিও আব্দুল লতিফেরই বলে জানা যায়।
শুধু তাই নয়, এমনও সূত্র মারফত উঠে আসে শনিবার বিকেলে হোটেলে আব্দুল লতিফ ও রাজু ঝায়ের বৈঠক হয়। দুর্গাপুরের সিটি সেন্টারে রাজু ঝার হোটেল ফরচুন পার্ক। শনিবার বিকালে এই হোটেলেই আব্দুল লতিফের সঙ্গে বৈঠক হয় তাঁর। তারপর সন্ধ্যায় কলকাতার উদ্দেশে রওনা দেন রাজু।
সূত্রের আরও দাবি, সেই বৈঠকে লতিফের সঙ্গে কথা কাটাকাটি হয় রাজুর। এই খুন ঘিরে প্রতি বাঁকে বাঁকে রহস্য। এরইমধ্যে এবার একটি ফুটেজ সামনে আসছে। ভাইরাল সেই ফুটেজ মোবাইল ফোনে বন্দি। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে সাদা জামা পরে আব্দুল লতিফ সেখানে। ফোনে কথা বলছেন। এরপর যদিও লতিফকে আর দেখা যায়নি।
অন্যদিকে সিবিআইও তাঁকে খুঁজছে। জামিন অযোগ্য ওয়ারেন্ট রয়েছে আব্দুল লতিফের নামে। এদিকে রাজু ঝায়ের হোটেলের কর্মীরা এর আগে বারবার দাবি করেছেন, শনিবার বিকেল ৩টের কিছু পরে ব্রতীন মুখোপাধ্যায়, আব্দুল লতিফ ও রাজু ঝা একইসঙ্গে বেরিয়েছিলেন। রাজু ঝায়ের খুনের পরদিনই সামনে আসা এই ভিডিয়ো বলে দিচ্ছে ঘটনার পিছনে লুকিয়ে গূঢ় রহস্য।