স্বাধীনতা দিবসে বন্ধুদের সঙ্গে বেড়াতে বেরিয়ে দুর্ঘটনা! মৃত্যু যুবকের

TV9 Bangla Digital | Edited By: সৈকত দাস

Aug 15, 2021 | 11:25 PM

Accidental Death: রবিবার স্বাধীনতা দিবসে বন্ধুদের নিয়ে মোটর বাইকে করে বেড়াতে বেরোন বছর পঁচিশের যুবক শাহনাজ। তাঁর বাড়ি ডানকুনি এলাকায়।

স্বাধীনতা দিবসে বন্ধুদের সঙ্গে বেড়াতে বেরিয়ে দুর্ঘটনা! মৃত্যু যুবকের
প্রতীকী ছবি

Follow Us

পূর্ব বর্ধমান: স্বাধীনতা দিবসে বাইকে করে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে ২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। মৃত যুবকের নাম সেখ শাহনাজ।

জানা গিয়েছে, রবিবার স্বাধীনতা দিবসে বন্ধুদের নিয়ে মোটর বাইকে করে বেড়াতে বেরোন বছর পঁচিশের যুবক শাহনাজ। তাঁর বাড়ি ডানকুনি এলাকায়। মোট সাত যুবক এদিন তিনটি মোটর বাইক নিয়ে ডানকুনি থেকে গুড়াপের দিকে একটি হোটেলে খাবার খেতে আসছিলেন বলে খবর। এদের মধ্যে একটি মোটর বাইক নিয়ন্ত্রণ হারিয়ে গুড়াপ এলাকায় একটি চারচাকা গাড়ির পিছনে ধাক্কা মারে।

গাড়িটিতে সেখ শাহনাজ ও আশিকুল শেখ নামে দুই বন্ধু ছিলেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে গুড়াপ থানার পুলিশ। গুরুতর জখম অবস্থায় নিয়ে যাওয়া হয় বর্ধমান হাসপাতালে। বর্ধমান হাসপাতালে নিয়ে এলে সেখ শাহনাজকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। অপর এক বাইক আরোহী আশিকুল শেখও গুরুতর জখম অবস্থায় বর্ধমান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর পাঠানো হয়েছে মৃতের পরিবারের কাছে।

উল্লেখ্য, এদিনই রাত সাতটা নাগাদ ডুয়ার্সের বানারহাট ব্লকের ডায়না সেতু সংলগ্ন এলাকায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে তিনটি গাড়ি। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে একজন সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে পরপর তিনটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। তিনটি গাড়ির মধ্যে একটি গাড়ির নাগরাকাটা থেকে ফিরছিল। আর উল্টোদিক থেকে দুটি গাড়ি বানারহাটের দিকে যাচ্ছিল। ঠিক ডায়না সেতুর কাছেই পরপর গাড়িগুলি দুর্ঘটনার কবলে পড়ে। একে অন্যের পিছনে ধাক্কা মেরে দুমড়ে মুচড়ে যায় গাড়িগুলি। মৃত্যু হয় ২ জনের। আহত হন ৭ জন। আরও পড়ুন: স্বাধীনতা দিবসে বেড়াতে বেরিয়ে ভয়াবহ দুর্ঘটনায় তিনটি গাড়ি! মৃত ২, আহত ৭ 

Next Article