স্বাধীনতা দিবসে বেড়াতে বেরিয়ে ভয়াবহ দুর্ঘটনায় তিনটি গাড়ি! মৃত ২, আহত ৭

জলপাইগুড়ি: স্বাধীনতা দিবস (Independence Day) উপলক্ষে ঘুরতে বেরিয়ে দুর্ঘটনার কবলে পরপর তিনটি গাড়ি। প্রাণ হারাল দু’ দুটো তাজা প্রাণ। আহত হলেন মোট ৭ জন। রবিবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের বানারহাট ব্লকের ডায়না সেতু সংলগ্ন এলাকায়। রবিবার রাত সাতটা নাগাদ ডুয়ার্সের বানারহাট ব্লকের ডায়না সেতু সংলগ্ন এলাকায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে তিনটি গাড়ি। একজন সাইকেল […]

স্বাধীনতা দিবসে বেড়াতে বেরিয়ে ভয়াবহ দুর্ঘটনায় তিনটি গাড়ি! মৃত ২, আহত ৭
নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Aug 15, 2021 | 10:26 PM

জলপাইগুড়ি: স্বাধীনতা দিবস (Independence Day) উপলক্ষে ঘুরতে বেরিয়ে দুর্ঘটনার কবলে পরপর তিনটি গাড়ি। প্রাণ হারাল দু’ দুটো তাজা প্রাণ। আহত হলেন মোট ৭ জন। রবিবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের বানারহাট ব্লকের ডায়না সেতু সংলগ্ন এলাকায়।

রবিবার রাত সাতটা নাগাদ ডুয়ার্সের বানারহাট ব্লকের ডায়না সেতু সংলগ্ন এলাকায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে তিনটি গাড়ি। একজন সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে পরপর তিনটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। তিনটি গাড়ির মধ্যে একটি গাড়ির নাগরাকাটা থেকে ফিরছিল। আর উল্টোদিক থেকে দুটি গাড়ি বানারহাটের দিকে যাচ্ছিল। ঠিক ডায়না সেতুর কাছেই পরপর গাড়িগুলি দুর্ঘটনার কবলে পড়ে। একে অন্যের পিছনে ধাক্কা মেরে দুমড়ে মুচড়ে যায় গাড়িগুলি।

খবর পেয়েই অকুস্থলে পৌঁছয় বানারহাট থানার পুলিশ। উদ্ধার করা হয় আহতদের। আহত মোট সাতজনকে নিয়ে যাওয়া হয় বানারহাট হাসপাতালে। অন্যদিকে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয় বলে খবর। দুর্ঘটনাগ্রস্থ গাড়িগুলিকে উদ্ধারের চেষ্টা শুরু করেছে পুলিশ। এই দুর্ঘটনার জেরে বানারহাট থেকে নাগরাকাটাগামী ৩১ নম্বর জাতীয় সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে।

স্বরূপ মণ্ডল নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, “আমরা মূর্তি বেড়াতে গিয়েছিলাম। বাড়ি ফেরার পথে ডায়না সেতুর কাছে দেখতে পাই পরপর তিনটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। দু’জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। এবং বাকিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ এবং স্থানীয়রা।”

দিবাকর সরকার নামে অপর এক প্রত্যক্ষদর্শী জানান, “একজন সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়েই দুর্ঘটনা হয়। সাইকেলটিকে বাঁচিয়ে গাড়িটি পাশ কাটিয়ে যখন যাচ্ছিল তখন আরেকটি গাড়ি সামনের এসে পড়ে। মুখোমুখি ধাক্কা মারে তারা। এরপর পিছনে থাকা আরও একটি গাড়ি এসে সেই গাড়িটিকে ধাক্কা মারে। পরপর তিনটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে আহত হন ৮ জন।” মৃত ও আহতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। আরও পড়ুন: স্বাধীনতা দিবসেই ব্লক তৃণমূল সভাপতির গাড়ি লক্ষ্য করে ‘বোমাবাজি’!