অন্ধকারে বাঁক নিতে গিয়েই উল্টে গেল কয়লাবোঝাই ট্রাক! পাচার চক্রের পর্দাফাঁস?

Banarhat:স্থানীয় বাসিন্দা বলেছেন, "এখান থেকে কয়লা পাচার হয়। আমরা জানি। রাতের অন্ধকারেই এই চক্র সক্রিয়। ট্রাক ওভারলোড করে দ্রুত এলাকা থেকে পালানোর চেষ্টা করছিল ওরা। বাঁক নিতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক।"

অন্ধকারে বাঁক নিতে গিয়েই উল্টে গেল কয়লাবোঝাই ট্রাক! পাচার চক্রের পর্দাফাঁস?
নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Aug 15, 2021 | 11:06 AM

জলপাইগুড়ি: বানারহাটে রাতে দুর্ঘটনার কবলে কয়লা বোঝাই ট্রাক! কীভাবে দুর্ঘটনা, সেই ঘটনার তদন্তে নেমেই পুলিশের হাতে উঠে আসছে কয়লা পাচার চক্রের তথ্য।  কয়লা পাচারের অভিযোগ তুলে পুলিশের কাছে সরব এলাকাবাসীরা। শনিবার রাতে গয়েরকাটার চৌপথিতে উল্টে যায় কয়লাবোঝাই ট্রাকটি। স্থানীয়দের অভিযোগ, অন্ধকারে ট্রাক ওভারলোডিং করে কয়লা পাচার হয়ে যায় এলাকা থেকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছতেই কয়লাপাচারের বিরুদ্ধে সরব হন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন অসম থেকে আগত একটি কয়লা বোঝাই ট্রাক দ্রুত গতিতে গয়েরকাটা চৌপথিতে বাঁক নিতে গিয়ে উল্টে যায়। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে যান সেখানে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনাস্থল থেকে পালিয়ে যায় গাড়ির খালাসি। আহত হওয়ায় ঘটনাস্থলেই থেকে যান গাড়ির চালক। আহত গাড়িচালককে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে।  খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশও।  স্থানীয়রা তখন অভিযোগ করেন, এলাকায় কয়লা পাচার হচ্ছিল। খতিয়ে দেখা হচ্ছে কয়লা বোঝাই লরির বৈধ কাগজপত্র।

পুলিশ তদন্ত শুরু করেছে আদৌ কয়লা পাচার করা হচ্ছিল কিনা। স্থানীয়দের অভিযোগ, কয়লা বোঝাই ট্রাকটি ওভারলোড ছিল। সেই কারণেই টার্নিং নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয় বাসিন্দা বলেছেন, “এখান থেকে কয়লা পাচার হয়। আমরা জানি। রাতের অন্ধকারেই এই চক্র সক্রিয়। ট্রাক ওভারলোড করে দ্রুত এলাকা থেকে পালানোর চেষ্টা করছিল ওরা। বাঁক নিতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক।”

এই দুর্ঘটনা ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। কেন রাতে কয়লা নিয়ে যাওয়া হচ্ছিল? কয়লা বোঝাই ট্রাক অসমের দিক থেকে আসছিল। কেন বৈধ কাগজপত্র ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, একটা দুর্ঘটনা ঘটেছে। কয়লাবোঝাই ট্রাক উল্টে গিয়েছে। চালক আহত। সুস্থ হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। পাচার করা হচ্ছিল কিনা, খতিয়ে দেখা হচ্ছে। আরও পড়ুন: পানিহাটি টিকা কেলেঙ্কারি: তড়িঘড়ি কেন ছাড়া হল অভিযুক্ত চিকিত্সককে? তবে কি রয়েছে পুর-যোগ?