‘শুধু বিজেপি বিধায়ক বলে দু’বার ভ্যাকসিন সেন্টার থেকে ঘুরিয়েছে,’ খেদ মনোজের গলায়

Manoj Tigga: টিগ্গার কথায়, 'লক্ষ টাকা দিয়ে সাহায্য করার চেয়ে এক বোতল রক্ত, কিংবা দুর্গত মানুষকে একটা প্লাস্টিক দিলে তা মানুষ চিরকাল মনে রাখে। এবং তা ভোট বাক্সে প্রভাব পড়ে।'

'শুধু বিজেপি বিধায়ক বলে দু'বার ভ্যাকসিন সেন্টার থেকে ঘুরিয়েছে,' খেদ মনোজের গলায়
নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Aug 14, 2021 | 11:08 PM

জলপাইগুড়ি: বিজেপি কর্মী বলে ভ্যাকসিন পাচ্ছেন না। কিংবা শুধুমাত্র রাজনৈতিক পরিচয় দেখে বেছে বেছে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, এরকম অভিযোগ রাজ্যে বহুবার উঠেছে। করোনা টিকাকরণ নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করলেন বিজেপি বিধায়ক (BJP MLA) মনোজ টিগ্গা (Manoj Tigga)। তাঁর অভিযোগ, শুধুমাত্র বিজেপি বিধায়ক বলে তাঁকে দু দু’বার ভ্যাকসিন না নিয়েই টিকাকেন্দ্র (Vaccine Centre) থেকে ফিরে আসতে হয়েছে!

শনিবার জলপাইগুড়ির একটি ভবনে বলে স্বাস্থ্য সম্বন্ধীয় এক সচেতনতা শিবিরে বক্তব্য রাখছিলেন মনোজ টিগ্গা। সেখানে আক্ষেপ ঝরে পড়ল বিজেপি বিধায়কের গলায়। খেদের সুরে বলেন, ‘দুবার ভ্যাক্সিনেশন সেন্টার থেকে ঘুরিয়ে দেওয়া হয়েছে আমাকে।’

টিগ্গার দাবি, কেন্দ্রীয় সরকারের দেওয়া বিনা পয়সার ভ্যাকসিন নিয়ে রাজনীতি করছে তৃণমূল (TMC)। বিজেপি দল করলে তাদের ভ্যাকসিন দেওয়া হয় না। বঞ্চিত করা হয় সরকারি স্বাস্থ্য ব্যবস্থা থেকে। এমনটাই অভিযোগ বিজেপি বিধায়কের। তাঁর কথায়, রাজ্যে বেহাল স্বাস্থ্য ব্যবস্থা। ভ্যাকসিন পেতে নাকাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। তাই এবার স্বাস্থ্য ব্যবস্থাকে হাতিয়ার করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ভাবে জনসংযোগ বাড়াতে চাইছে বিজেপি বলে জানান তিনি।

এই লক্ষ্যেই এদিন সেচ্ছাসেবকদের শিখিয়ে পড়িয়ে নিতে জলপাইগুড়ির একটি ভবনে সচেতনতা শিবিরের আয়োজন করে বিজেপি। এই শিবিরের প্রধান বক্তাই ছিলেন মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা।

এই শিবের আসা কর্মীদের মধ্যে সাধারন মানুষ কি চায় এবং কিভাবে তা বিনে পয়সায় মানুষদের কাছে পৌঁছে দেওয়া যায় তা শিবিরে আসা সেচ্ছাসেবকদের এদিন অত্যন্ত সরল ভাবে বুঝিয়ে দেন তিনি।

এদিন মনোজ টিজ্ঞা আক্ষেপ করে বলেন, তাঁকে দু’বার ভ্যাকসিন সেন্টার থেকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। তাঁর অপরাধ তিনি বিজেপি বিধায়ক। এর থেকেই বোঝা যায়, যাঁরা বিজেপি সমর্থক কিংবা সাধারণ মানুষ তাঁরা ভ্যাকসিন পেতে কতটা সমস্যার সম্মুখীন হচ্ছেন। একইসঙ্গে তাঁর এও দাবি, সাধারণ মানুষ খুব বেশি কিছু আশা করে না। তাই তাঁদের বিপদে যাঁরা পাশে থাকে তাদেরই সমর্থন করেন তাঁরা।

টিগ্গার কথায়, ‘লক্ষ টাকা দিয়ে সাহায্য করার চেয়ে এক বোতল রক্ত, কিংবা দুর্গত মানুষকে একটা প্লাস্টিক দিলে তা মানুষ চিরকাল মনে রাখে। এবং তা ভোট বাক্সে প্রভাব পড়ে।’

এদিকে এ নিয়ে জেলা তৃণমূলের যুব সভাপতি সৈকত চ্যাটার্জির কটাক্ষ, “বিজেপির রাজু ব্যানার্জি, সায়ন্তন বসু আর পাগলা দাশুর মধ্যে কোনও পার্থক্য নেই। আর মনোজ টিগ্গা তো অশিক্ষিত, পড়াশোনা নেই। দু’বারের বিধায়কের একটু পড়াশোনা করা দরকার। সেন্ট্রাল পুল ও স্টেট পুল থেকে যে ভ্যাসসিন হয়, সেটাই ওঁনার জানা নেই।” আরও পড়ুন: তৃণমূল নেতা খুনে গ্রেফতার দলেরই কর্মী! নেতৃত্বের পাল্টা দাবি, ‘ওঁরা দুষ্কৃতী’