Labourers died in Uzbekistan: উজবেকিস্তানে তুষারঝড়ে টিনের শেড ভেঙে মৃত পূর্ব মেদিনীপুরের ২ শ্রমিক
Purba Medinipur: সইফুদ্দিনের বাড়ি হলদিয়ার চকদ্বীপা গ্রাম পঞ্চায়েত এলাকার রাজনগরে। কয়েক মাস আগে উজবেকিস্তানে কাজ করতে গিয়েছিলেন বলে জানা যাচ্ছে। 'ইন্টার ইঞ্জিনিয়ার' নামে একটি সংস্থায় কর্মরত ছিলেন জেলার দুই ২ শ্রমিক। সাইট অফিসে এই দুর্ঘটনা ঘটে। তুষারঝড়ে টিনের শেড ভেঙে পড়ে।
হলদিয়া: বাংলা থেকে কাজ করতে গিয়েছিলেন সুদূর উজবেকিস্তানে। কিন্তু, সেখান থেকে আর ফেরা হল না পূর্ব মেদিনীপুরের ২ শ্রমিকের। কাজ করার সময় তুষারঝড়ে টিনের শেড ভেঙে পড়ে। তার নিচেই চাপা পড়ে মৃত্যু হয়েছে পূর্ব মেদিনীপুরের ২ শ্রমিকের। আর কয়েকজন ভারতীয় শ্রমিকের এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। পূর্ব মেদিনীপুরের মৃত ২ শ্রমিকের নাম সইফুদ্দিন মাইতি (২৬) এবং রাজীব করণ (৩২)।
সইফুদ্দিনের বাড়ি হলদিয়ার চকদ্বীপা গ্রাম পঞ্চায়েত এলাকার রাজনগরে। কয়েক মাস আগে উজবেকিস্তানে কাজ করতে গিয়েছিলেন বলে জানা যাচ্ছে। ‘ইন্টার ইঞ্জিনিয়ার’ নামে একটি সংস্থায় কর্মরত ছিলেন জেলার দুই ২ শ্রমিক। সাইট অফিসে এই দুর্ঘটনা ঘটে। তুষারঝড়ে টিনের শেড ভেঙে পড়ে। পূর্ব মেদিনীপুরের ২ শ্রমিকের পাশাপাশি আর কয়েকজন শেডের নিচে চাপা পড়েন।
সইফুদ্দিনের মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়ে তাঁর পরিবার। ২০১৮ সালে বিয়ে করেন তিনি। বাড়িতে স্ত্রী ও ২ বছরের ছেলে রয়েছে। রাজীব করণের বাড়ি কাঁথির রামনগরে। ভিনদেশে বাংলার ২ শ্রমিকের মৃত্যু নিয়ে তৃণমূল সরকারের সমালোচনা করেছে ভারতীয় মজদুর সংঘ। তাদের বক্তব্য, রাজ্য সরকার বিভিন্ন ভাতা দিচ্ছে। কিন্তু, রাজ্যে শ্রমিকরা কাজ না পেয়ে ভিনদেশে যেতে বাধ্য হচ্ছে। রাজ্যে কাজ থাকলে শ্রমিকরা বিদেশে যেতেন না বলে তাদের দাবি।