Ramnagar Accident: রবিবাসরীয় সকালে বড় দুর্ঘটনা, ডাম্পারকে ধাক্কা যাত্রী বোঝাই বাসের, মৃত ১

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 03, 2022 | 12:22 PM

Purba Medinipur: এগরা থানার পুলিশ এসে আহতদের উদ্ধার করে তাদের। বর্তমানে তারা গরা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Ramnagar Accident: রবিবাসরীয় সকালে বড় দুর্ঘটনা, ডাম্পারকে ধাক্কা যাত্রী বোঝাই বাসের, মৃত ১
নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারে ধাক্কা (নিজস্ব ছবি)

Follow Us

রামনগর: ঘুরতে বেরিয়েছিল ওঁরা। কিন্তু যাত্রা সুখকর হল না। ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত এক। আহত শিশুসহ অন্তত ২৫ জন। শনিবার ভোররাতে পানিপারুল পেট্রোল পাম্পের কাছে দাঁড়িয়ে থাকা ডাম্পারের পেছনে একটি পর্যটকের বাস ধাক্কা মারে। দুর্ঘটনার ফলে রাস্তার পাশে উল্টে যায় বালিবোঝাই ডাম্পার। তলায় চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হয় খালাসী। বাসের প্রায় ২৫ জন যাত্রী গুরুতর জখম হন।

এগরা থানার পুলিশ এসে আহতদের উদ্ধার করে তাদের। বর্তমানে তারা গরা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গিয়েছে।পুলিশ জানিয়েছে মৃত খালাসী মনোজ বারিক (২৫)। তিনি পশ্চিম মেদিনীপুরের বেলদা এলাকার বাসিন্দা।

সূত্রের খবর মেদিনীপুর থেকে একটি যাত্রীবোঝাই বাস কাঁথির দিকে আসছিল। পানিপারুল পেট্রোল পাম্পের কাছে একটি ডাম্পারের পেছনে এসে ধাক্কা মারে যাত্রীবাহী বাসটি। দুর্ঘটনার ফলে রাস্তার পাশে বাল উল্টে যায় ডাম্পার। তলায় চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু আর খালাসি। বাসে থাকা শিশু সহ ২৫ জনের বেশি যাত্রী গুরুতর জখম হন। পুলিশ এসে দুর্ঘটনা দুটি গাড়িকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঠিক কী কারণে দুর্ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। বাসের চালকের অসাবধানতা এমন দুর্ঘটনা বলে পুলিশের প্রাথমিক অনুমান।

আরও পড়ুন: Swasthya Sathi: স্বাস্থ্যসাথীর নাম শুনেই মুখ ফেরাল বেসরকারি হাসপাতাল, বিনা চিকিৎসায় ১৪ ঘণ্টা থেকে মৃত্যু রোগীর

আরও পড়ুন: Bagtui Massacre: বাকি বাড়ির আগুন নেভালেও সোনা শেখের বাড়িই কেন এড়িয়ে গেল দমকল? প্রশ্ন সিবিআইয়ের

Next Article