কাঁথি: আরজি কর কাণ্ড নিয়ে উত্তপ্ত রাজ্য। একদিন আগে আরজি করেরই হস্টেলে এক নার্সিং পড়ুয়া আত্মহত্যার চেষ্টা করেন। এবার কাঁথিতে এক আয়ুর্বেদ কলেজের হস্টেল থেকে ঝাঁপ দিলেন এক তরুণী ডাক্তারি পড়ুয়া। তবে কী কারণে ওই তরুণী ঝাঁপ দেন, তা স্পষ্ট নয়। তড়িঘড়ি তাঁকে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে।
ওই ডাক্তারি পড়ুয়ার বাড়ি কলকাতার কসবায়। কাঁথির রঘুনাথ আয়ুর্বেদ কলেজে প্রথম বর্ষে পড়েন। রবিবার রাত পৌনে দশটা নাগাদ ওই তরুণী কলেজের হস্টেল থেকে ঝাঁপ দেন। কলেজের এক নিরাপত্তারক্ষী জানান, ওই তরুণী ফোনে কথা বলছিলেন। আচমকা নিচে ঝাঁপ দেন। সঙ্গে সঙ্গে তাঁকে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে তরুণীকে।
আয়ুর্বেদ এই কলেজের সম্পাদক সুকমল মাইতি বলেন, “মেয়েটি এখন ভাল আছে। কথা বলছে। কেন এমন করল জানি না। আমি তার বাবা-মার সঙ্গে কথা বলেছি। তারা মেয়েকে কলকাতায় রেফার করার আবেদন জানান। সেইমতো এখান থেকে মেয়েটিকে কলকাতায় রেফার করা হয়েছে।”
আরজি কর কাণ্ডের পর বিভিন্ন মেডিক্যাল কলেজে থ্রেট কালচারের অভিযোগ ওঠে। শনিবার আরজি করেই হস্টেলে এক নার্সিং পড়ুয়া আত্মহত্যার চেষ্টা করেছিলেন। সূত্রের খবর, রুমমেটের সঙ্গে মনোমালিন্যের জেরে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। এদিন এই আয়ুর্বেদ কলেজের ছাত্রীর ঝাঁপ দেওয়ার কারণ নিয়ে সবদিক খতিয়ে দেখছে কাঁথি থানার পুলিশ। হস্টেলে কোনও সমস্যা হয়েছিল কি না, ব়্যাগিংয়ের শিকার হয়েছিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।