Cooperative Society election: কাঁথিতে পদ্ম বাগানে ঘাসফুলের জয়জয়কার, ৪১টি আসনের মধ্যে ৩৭টি জিতল তৃণমূল

Kanishka Maity | Edited By: সঞ্জয় পাইকার

Nov 12, 2024 | 11:15 PM

Cooperative Society election: দক্ষিণ কাঁথি বিধানসভার কাঁথি ১ পঞ্চায়েত সমিতির অন্তর্গত সাবাজপুট গ্রাম পঞ্চায়েত। এই এলাকায় এদিন সমবায় নির্বাচন ছিল। প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করেন সমিতির ১০৫৬ জন সদস্য। মোট আসন ৪১টি। যার মধ্যে ৩৭ আসন ঘাসফুল শিবির জিতেছে।

Cooperative Society election: কাঁথিতে পদ্ম বাগানে ঘাসফুলের জয়জয়কার, ৪১টি আসনের মধ্যে ৩৭টি জিতল তৃণমূল
দক্ষিণ কাঁথিতে সমবায়ে তৃণমূলের জয়জয়কার

Follow Us

কাঁথি: বিধায়ক বিজেপির। পঞ্চায়েত সমিতিও গেরুয়া শিবিরের। অধিকারী গড় হিসেবে পরিচিত দক্ষিণ কাঁথিতে মঙ্গলবার একটি সমবায় নির্বাচনে দাপট দেখাল শাসকদল তৃণমূল কংগ্রেস। পোতাপাখোরিয়া অনন্তবাড় সমবায় কৃষি উন্নয়ন সমিতির ৪১টি আসনের মধ্যে ৩৭টি জিতল তারা। যদিও এই ফল নিয়ে দুই দলের চাপানউতোর শুরু হয়েছে। চাপা সন্ত্রাসের অভিযোগ তুলেছে বিজেপি।

দক্ষিণ কাঁথি বিধানসভার কাঁথি ১ পঞ্চায়েত সমিতির অন্তর্গত সাবাজপুট গ্রাম পঞ্চায়েত। এই এলাকায় এদিন সমবায় নির্বাচন ছিল। প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করেন সমিতির ১০৫৬ জন সদস্য। মোট আসন ৪১টি। যার মধ্যে ৩৭ আসন ঘাসফুল শিবির জিতেছে। এই বিধানসভায় পিছিয়ে থাকলেও এই সমবায়ে নিজেদের আধিপত্য দেখাল রাজ্যের শাসকদল।

অপরদিকে দক্ষিণ কাঁথি বিধানসভা বিজেপির দখলে। কাঁথি ১ পঞ্চায়েত সমিতিও গেরুয়া শিবিরের। তাও সাবাজপুট গ্রাম পঞ্চায়েত এলাকার পোতাপাখোরিয়া অনন্তবাড় সমবায় কৃষি উন্নয়ন সমিতি দখল নিতে ব্যর্থ হল বিজেপি।

৪১টি আসনের মধ্যে বিজেপি ৩টি আসনে জয়লাভ করেছে সরাসরি। আর একটি আসন টসের মাধ্যমে জিতেছে। সবমিলিয়ে ৪১টি আসনের মধ্যে ৪টিতে জয় এসেছে। যদিও এই নিয়ে পাল্টা শাসকদলকে আক্রমণ করেছে গেরুয়া শিবির। সমিতির নির্বাচনে চাপা সন্ত্রাস হয়েছে বলে অভিযোগ দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ কুমার দাসের। সমিতির সদস্য বাড়াতে না দেওয়া নিয়েও সরব হয়েছেন তিনি।

বিজেপির অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূলের। শাসকদলের বর্তমান গ্রাম পঞ্চায়েত প্রধান রামগোবিন্দ দাস বলেন, “এই সমবায় সমিতি বরাবর আমাদের দখলে ছিল। আগামীদিনেও থাকবে। কারণ এই এলাকার শান্তিপ্রিয় মানুষ অশান্তি চায় না। তাই, আমাদের প্রতিনিধিদের জয়যুক্ত করেছেন।” তৃণমূলের জয়ী প্রার্থীদের হাত ধরে এই সমিতি আগামীদিনে আরও লাভের মুখ দেখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Next Article