TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক
Jul 14, 2022 | 3:39 PM
গুরুপূর্ণিমার পর সমুদ্র উত্তাল সমুদ্র। উপকূলীয় জেলা জুড়ে শুরু হয়েছে জলোচ্ছ্বাস।
তবে এর মধ্যেই পর্যটকদের মধ্যে উদ্দীপনা দেখা দিল। তবে মাইকিংও শুরু করেছে পুলিশ।
পর্যটকদের ইতিমধ্যে সমুদ্রে না নামার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, কুকড়াহাটিতে হুগলি নদীর জল কোটালের জেরে বাঁধের ভাঙা অংশ টপকে গ্রামে ঢুকছে। সকাল সাড়ে দশটা নাগাদ জোয়ারের সময় হুগলি নদীতে ব্যাপক জলচ্ছ্বাস দেখা গিয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, সেচ দফতরের উদ্যোগে শিবমন্দির এলাকায় প্রায় এক কিলোমিটার কংক্রিটের নদী বাঁধ তৈরি হয়েছে।কিন্তু নতুন করে ইটভাটা এলাকায় ভাঙন দেখা দিয়েছে। এর ফলে কুঁকড়াহাঁটি গ্রাম পঞ্চায়েতের এড়িয়াখালি সহ চার পাঁচটি গ্রাম বিপদের মুখে।