Akhil Giri: শনিতে শুভেন্দু বলেছিলেন, মঙ্গলে নোটিস পেলেন অখিল গিরি

Kanishka Maity | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 07, 2023 | 5:17 PM

Akhil Giri: উল্লেখ্য, গত দু'দিন ধরে নন্দকুমার এবং কাঁথিতে পরপর দুটি সভায় বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি এবং তাঁর ছেলে সুপ্রকাশ গিরি আয়কর নোটিস পেতে চলেছেন।

Akhil Giri: শনিতে শুভেন্দু বলেছিলেন, মঙ্গলে নোটিস পেলেন অখিল গিরি
অখিল গিরি ও তাঁর ছেলে সুপ্রকাশ গিরি
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কাঁথি: বিরোধী দলনেতার কথাই হল সত্যি! কারা মন্ত্রী অখিল গিরি ও তাঁর পুত্র সুপ্রকাশ গিরিকে নোটিস পাঠানো হল। এই নোটিস পাঠিয়েছে আয়কর দফতর। আগামী ১৩ নভেম্বর অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে নোটিস পেয়েছেন বলে স্বীকার করেননি মন্ত্রী। কিন্তু তাঁর পুত্রের কাছে নোটিস গিয়েছে বলে জানিয়েছেন তিনি। এ দিকে, অখিল ও সুপ্রকাশ নোটিস পেতেই তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক।

উল্লেখ্য, গত দু’দিন ধরে (শনিবার ও রবিবার) নন্দকুমার এবং কাঁথিতে পরপর দুটি সভায় বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি এবং তাঁর ছেলে সুপ্রকাশ গিরি আয়কর নোটিস পেতে চলেছেন। প্রকাশ্য জনসভা থেকে বলেন, “এমন কোনও দফতর নেই যেখানে হাত দিলে গন্ধ বেরবে না।” নাম উল্লেখ না করেই শুভেন্দু বলেন, “একজন অর্ধেক মন্ত্রী রয়েছেন। যিনি রাষ্ট্রপতির গায়ের রঙ নিয়ে কথা বলেছিলেন। উনি নেমতন্ন পেয়ে গিয়েছেন। আমার কাছে সব কাগজ রয়েছে।” পরে আবার অন্য একটি জনসভা থেকে তিনি দাবি করেছিলেন, অখিল গিরি ও তাঁর পুত্র নোটিস পেতে চলেছেন সেটি তিনি মিডিয়ার মাধ্যমে শুনতে পেয়েছেন।

এই বিষয়ে সুপ্রকাশ গিরি বলেন, “বাবারটা বলতে পারব না। আমার কাছে হাজিরা দেওয়ার কোনও নোটিস আসেনি। তবে ইমেলে একটি নোটিস এসেছে। আগামী ১৩ তারিখ আমি বা আমার কোনও প্রতিনিধিকে আয়কর সংক্রান্ত তথ্য চেয়ে যেতে বলা হয়েছে। আমি সহযোগিতা করব।” তবে নোটিসের বিষয়ে সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, “বিরোধী দলের কাছে আগে খবর চলে যাচ্ছে কী করে? তবে লেটার পৌঁছনোর আগেই মিডিয়া জেনে যাচ্ছে। কোনও নেতা আগে থেকেই বলে দিচ্ছে। এই সব হলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেই যায়।” মন্ত্রী অখিল গিরি যদিও টিভি ৯ বাংলাকে জানিয়েছেন, তিনি এখনও কোনও নোটিস পাননি। তবে ছেলে পেয়েছেন সেটা স্বীকার করেছেন।

প্রসঙ্গত, কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আগেই সরব হয়েছিল তৃণমূল নেতৃত্ব। অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তাবড়-তাবড় নেতা মন্ত্রীদের প্রশ্ন ছিল, এজেন্সির হালচাল আগে থেকেই কীভাবে জেনে যাচ্ছে বিরোধী দল? এ দিনের ঘটনায়ও ফের সেই প্রশ্নই তুললেন সুপ্রকাশ।

Next Article