সরবরাহ নেই, বুধবার থেকে বন্ধ হচ্ছে প্রথম ডোজের টিকাকরণ!

সৈকত দাস |

Jun 15, 2021 | 9:56 PM

এখনও পর্যন্ত প্রথম ডোজের টিকা দেওয়া সম্ভব হয়েছে ৪,৪৯,৫৩৮ জনকে। দ্বিতীয় ডোজের টিকা সে হিসাবেই বেশ কিছুটা কম পেয়েছেন জেলাবাসী। মাত্র ২,৭৭,৮৯২ জন। তাই দ্বিতীয় ডোজের টিকাকরণ আরও বেশ কিছুদিন চালানো সম্ভব হলেও প্রথম ডোজের টিকা শেষ হয়ে গিয়েছে।

সরবরাহ নেই, বুধবার থেকে বন্ধ হচ্ছে প্রথম ডোজের টিকাকরণ!
জেলার এক টিকা কেন্দ্রের সামনে ভিড়

Follow Us

পূর্ব মেদিনীপুর: করোনা ভ্যাকসিনের (Coroan Vaccine) প্রথম ডোজ পর্যাপ্ত নেই। তাই বুধবার থেকেই পূর্ব মেদিনীপুর জেলায় বন্ধ রাখা হচ্ছে প্রথম ডোজের ভ্যাকসিনেশন। টিকা নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য দফতর।

জেলায় দ্বিতীয় ডোজের টিকাকরণ চললেও সোমবার থেকেই প্রথম ডোজের অমিল। টিকা দেওয়ার ক্ষেত্রে তাই চরম অনিশ্চয়তায় জেলা স্বাস্থ্য দফতর। প্রথম ডোজের যে পরিমাণ টিকা ছিল তা মঙ্গলবারই শেষ হয়ে গিয়েছে। এমনটাই জানালেন পূর্ব মেদিনীপুর জেলার স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক বিভাস রায়।

জেলায় করোনা সংক্রমণের গ্রাফ কিছুটা নিম্নমুখী। জেলা স্বাস্থ্য দফতরের বলছে, পূর্ব মেদিনীপুরে করোনা আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৩২ শতাংশ থেকে নেমে ৮ শতাংশে পৌঁছেছে। আক্রান্তের হ‍ারের এই গ্রাফ থেকে বেশ কিছুটা স্বস্তি মিললেও অমিল ভ্যাকসিন।

জেলায় প্রতিটি ভ্য়াকসিন মানুষের ভিড় উপচে পড়ছে। কিন্তু প্রথম ডোজের টিকার অভাব দেখা দিয়েছে। দীর্ঘক্ষণ লাইন দিয়ে কেউ পাচ্ছেন, কেউ ভ্যাকসিন না পেয়েই বাড়ি ফিরছেন। কিন্তু কেন এমন অবস্থা? জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বক্তব্য, পূর্ব মেদিনীপুর জেলায় প্রতিদিন ৫০ হাজার মানুষকে ভ্যাকসিন দেওয়ার ক্ষমতা থাকলেও টিকার অভাবে পাচ্ছেন মাত্র চার হাজার।

এখনও পর্যন্ত প্রথম ডোজের টিকা দেওয়া সম্ভব হয়েছে ৪,৪৯,৫৩৮ জনকে। দ্বিতীয় ডোজের টিকা সে হিসাবেই বেশ কিছুটা কম পেয়েছেন জেলাবাসী। মাত্র ২,৭৭,৮৯২ জন। তাই দ্বিতীয় ডোজের টিকাকরণ আরও বেশ কিছুদিন চালানো সম্ভব হলেও প্রথম ডোজের টিকা শেষ হয়ে গিয়েছে।

আরও পড়ুন: শুভেন্দুর দেওয়া ত্রাণের ত্রিপল লুঠের অভিযোগ, খেজুরিতে উত্তেজনা 

তাই সরবরাহ না হলে প্রথম ডোজের টিকাকরণ আপাতত বন্ধ রাখতে হবে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে প্রথম ডোজের টিকা পেতে আগামী বেশ কিছু দিন বেগ পেতে হবে জেলার বাসিন্দাদের।

আরও পড়ুন: ‘ভুল করেছি,’ দল বদলাতে চেয়ে তৃণমূল কার্যালয়ের সামনে ধর্নায় বিজেপি কর্মীরা! 

Next Article