AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhijit Ganguly: সত্যিই কি চাকরি ‘খেয়েছেন’? কাদের চাকরি গিয়েছে? সব জবাব দিলেন অভিজিৎ গাঙ্গুলি

Abhijit Ganguly: তমলুকের বিজেপি প্রার্থীর বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় 'জেনে শুনে অসত্য' কথা বলছেন। এদিন দুপুরে তৃণমূল সুপ্রিমোর মুখে 'চাকরি খেয়ে নেওয়া' মন্তব্যের পাল্টা দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কাদের চাকরি গিয়েছে, সেই ব্যাখ্যাও দিলেন তিনি।

Abhijit Ganguly: সত্যিই কি চাকরি 'খেয়েছেন'? কাদের চাকরি গিয়েছে? সব জবাব দিলেন অভিজিৎ গাঙ্গুলি
অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্য়ায়Image Credit: Facebook
| Edited By: | Updated on: Apr 05, 2024 | 6:12 PM
Share

তমলুক: কোচবিহারের সভা থেকে নাম না করে অবসরপ্রাপ্ত বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়কে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তৃণমূল সুপ্রিমো বলেছেন, ‘আপনি বিচার দিয়ে ছেলেমেয়েদের চাকরি খেয়ে নিয়েছেন, আজ জনগণ বিচার দিয়ে আপনার চাকরি খাবে।’ এবার সেই আক্রমণের জবাব দিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি। তমলুকের বিজেপি প্রার্থীর বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় ‘জেনে শুনে অসত্য’ কথা বলছেন। এদিন দুপুরে তৃণমূল সুপ্রিমোর মুখে ‘চাকরি খেয়ে নেওয়া’ মন্তব্যের পাল্টা দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কাদের চাকরি গিয়েছে, সেই ব্যাখ্যাও দিলেন তিনি।

অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন, তখন তাঁর এজলাসে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত গুচ্ছ গুচ্ছ মামলার শুনানি হয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কলমের খোঁচায় চাকরি গিয়েছেও অনেকের। এদিন কোচবিহারের সভা থেকে সেই ইস্য়ুকেই হাতিয়ার করে নাম না করে তমলুকের বিজেপি প্রার্থীকে একহাত নিয়েছেন মমতা। এবার জবাবে অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় বলেন, ‘যোগ্য লোকদের বাদ নিয়ে ওঁরা অনেক অযোগ্য লোককে চাকরি দিয়েছিলেন, সেটা মমতা বন্দ্যোপাধ্য়ায় লুকিয়ে যাচ্ছেন। চাকরিটা এমনি দেওয়া হয়নি, চাকরি বিক্রি করা হয়েছিল। প্রকৃতপক্ষে যোগ্য লোকদের চাকরি চুরি করে, অযোগ্য লোকদের টাকার বিনিময়ে সেই চাকরি দেওয়া হয়েছিল।’

মমতার আক্রমণের পাল্টা দিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় দাবি করেন, মমতা ‘অসত্য’ কথা বলছেন। অবসরপ্রাপ্ত বিচারপতি তথা বিজেপি প্রার্থীর বক্তব্য, ‘উনি(মমতা) যে বলছেন, অনেক লোকের চাকরি খেয়েছেন, সেটা উনি সব জেনেশুনে অসত্য কথা বলছেন। যাদের চাকরি করাই উচিত নয়, অথচ তাদের চাকরি দেওয়া হয়েছিল, আমি শুধু তাদেরই চাকরি টার্মিনেট করেছিলাম।’