Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bhupati Nagar Blast: তিনজনকে ঢুকতে দেখেই ছুটলেন গ্রামবাসীরা, দিনভর চরম উত্তেজনা ভূপতিনগরে, রইল সেই ছবি

Bhupati Nagar Blast: সোমবার সকালে পুলিশ কুকুর নিয়ে গিয়ে এলাকায় তল্লাশি চালান তদন্তকারীরা।

| Edited By: | Updated on: Dec 05, 2022 | 7:39 PM
ভূপতিনগর বিস্ফোরণের জট ক্রমশ জটিল হচ্ছে। রাজনৈতিক চাপান-উতোর, মৃতের স্ত্রীর বয়াব বদলকে কেন্দ্র করে নাটক আরও চরমে পৌঁছেছে। একই সঙ্গে পুলিশের বিরুদ্ধে উঠেছে তদন্তে গাফিলতির অভিযোগ। শুক্রবার রাতে বিস্ফোরণের ঘটনার ৪৮ ঘণ্টা কাটলেও জারি রইল প্রবল উত্তেজনা। সোমবার সকালে পুলিশ কুকুর নিয়ে তল্লাশি চালানো হয় বিস্ফোরণ স্থলে।

ভূপতিনগর বিস্ফোরণের জট ক্রমশ জটিল হচ্ছে। রাজনৈতিক চাপান-উতোর, মৃতের স্ত্রীর বয়াব বদলকে কেন্দ্র করে নাটক আরও চরমে পৌঁছেছে। একই সঙ্গে পুলিশের বিরুদ্ধে উঠেছে তদন্তে গাফিলতির অভিযোগ। শুক্রবার রাতে বিস্ফোরণের ঘটনার ৪৮ ঘণ্টা কাটলেও জারি রইল প্রবল উত্তেজনা। সোমবার সকালে পুলিশ কুকুর নিয়ে তল্লাশি চালানো হয় বিস্ফোরণ স্থলে।

1 / 9
পুলিশ অনেক দেরিতে তদন্ত শুরু করেছে বলে দাবি গ্রামবাসীদের একাংশের। সোমবার রাজকুমার মান্না নামে মৃত তৃণমূল কর্মীর বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করেন তদন্তকারীরা। বম্ব ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াড যায় ঘটনাস্থলে। বেলা বাড়তেই উত্তেজনা চরমে ওঠে।

পুলিশ অনেক দেরিতে তদন্ত শুরু করেছে বলে দাবি গ্রামবাসীদের একাংশের। সোমবার রাজকুমার মান্না নামে মৃত তৃণমূল কর্মীর বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করেন তদন্তকারীরা। বম্ব ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াড যায় ঘটনাস্থলে। বেলা বাড়তেই উত্তেজনা চরমে ওঠে।

2 / 9
এদিন আচমকাই গ্রামে কয়েকজনকে প্রবেশ করতে দেখে উত্তেজিত হয়ে পড়েন তৃণমূল কর্মীরা। তাঁদের দাবি, যাঁরা গ্রামে ঢুকেছেন, তাঁরা আদতে বিজেপি কর্মী, ঘটনার পর ঘরছাড়া ছিলেন। তাঁরাই রাজকুমার সহ তিনজনকে মেরে ফেলেছেন বলে দাবি করে তাঁদের দিকে ছুটে যান অনেকে।

এদিন আচমকাই গ্রামে কয়েকজনকে প্রবেশ করতে দেখে উত্তেজিত হয়ে পড়েন তৃণমূল কর্মীরা। তাঁদের দাবি, যাঁরা গ্রামে ঢুকেছেন, তাঁরা আদতে বিজেপি কর্মী, ঘটনার পর ঘরছাড়া ছিলেন। তাঁরাই রাজকুমার সহ তিনজনকে মেরে ফেলেছেন বলে দাবি করে তাঁদের দিকে ছুটে যান অনেকে।

3 / 9
ভূপতিনগরের পরিস্থিতি এদিন কার্যত পুলিশের হাতের বাইরে চলে যায়। তৃণমূলকর্মীরা দাবি করেন, ওই বিজেপি কর্মীদের মধ্যে কয়েকজন গ্রামের বাসিন্দাই নন। তাঁদের দিকে কার্যত মারতে ছুটে যান তৃণমূল কর্মীরা। গণপিটুনির মতো পরিস্থিতি যাতে না হয়, তা নিশ্চিত করতে সেই বিজেপি কর্মীদের সরিয়ে নিয়ে যায় পুলিশ।

ভূপতিনগরের পরিস্থিতি এদিন কার্যত পুলিশের হাতের বাইরে চলে যায়। তৃণমূলকর্মীরা দাবি করেন, ওই বিজেপি কর্মীদের মধ্যে কয়েকজন গ্রামের বাসিন্দাই নন। তাঁদের দিকে কার্যত মারতে ছুটে যান তৃণমূল কর্মীরা। গণপিটুনির মতো পরিস্থিতি যাতে না হয়, তা নিশ্চিত করতে সেই বিজেপি কর্মীদের সরিয়ে নিয়ে যায় পুলিশ।

4 / 9
গ্রামবাসীদের কেউ কেউ বলেন, 'এরাই বোম ফিট করে মেরেছে।' আবার কেউ বলেন, 'সন্দেহ আমাদের বরাবরই ছিল। আমরা ভয়ে মুখ খুলতে পারিনি।' কেন তাঁদের নাম প্রথম থেকে সামনে আসেনি, তা নিয়ে প্রশ্ন উঠছে।

গ্রামবাসীদের কেউ কেউ বলেন, 'এরাই বোম ফিট করে মেরেছে।' আবার কেউ বলেন, 'সন্দেহ আমাদের বরাবরই ছিল। আমরা ভয়ে মুখ খুলতে পারিনি।' কেন তাঁদের নাম প্রথম থেকে সামনে আসেনি, তা নিয়ে প্রশ্ন উঠছে।

5 / 9
Bhupati Nagar Blast: তিনজনকে ঢুকতে দেখেই ছুটলেন গ্রামবাসীরা, দিনভর চরম উত্তেজনা ভূপতিনগরে, রইল সেই ছবি

6 / 9
এদিকে নিহতের স্ত্রী ঘটনার পর এক রমক বয়ান দেন, পরে আর এক রকম। প্রথমে বাজি কারখানার কথা না বলা হলেও পরে তিনি দাবি করেছেন, তাঁর বাড়িতে বাজি কারখানা ছিল, সেখানেই আগুন লেগে বিস্ফোরণ হয়।

এদিকে নিহতের স্ত্রী ঘটনার পর এক রমক বয়ান দেন, পরে আর এক রকম। প্রথমে বাজি কারখানার কথা না বলা হলেও পরে তিনি দাবি করেছেন, তাঁর বাড়িতে বাজি কারখানা ছিল, সেখানেই আগুন লেগে বিস্ফোরণ হয়।

7 / 9
আবার বাজি কারখানার কথা জানতেন না এলাকার অন্যান্য লোকজন। অনেকেই বলছেন, বাজি কারখানার কথা তাঁরা নাকি শোনেনি কখনও।

আবার বাজি কারখানার কথা জানতেন না এলাকার অন্যান্য লোকজন। অনেকেই বলছেন, বাজি কারখানার কথা তাঁরা নাকি শোনেনি কখনও।

8 / 9
শাসক বিরোধী চাপান-উতোর চলছে ভূপতিনগরে। বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির মন্তব্য, তৃণমূল কোনও রাজনৈতিক দল নয়, এটি সন্ত্রাসবাদী দল। নীচ থেকে উপর পর্যন্ত সন্ত্রাসে মদত দেয় এরা। পঞ্চায়েত দখল করার জন্য এই কাজ করছে।

শাসক বিরোধী চাপান-উতোর চলছে ভূপতিনগরে। বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির মন্তব্য, তৃণমূল কোনও রাজনৈতিক দল নয়, এটি সন্ত্রাসবাদী দল। নীচ থেকে উপর পর্যন্ত সন্ত্রাসে মদত দেয় এরা। পঞ্চায়েত দখল করার জন্য এই কাজ করছে।

9 / 9
Follow Us:
'বাবা কি কার‌ও একার হয়', শ্রীরাম নিয়ে কল্যাণের বড় কথা
'বাবা কি কার‌ও একার হয়', শ্রীরাম নিয়ে কল্যাণের বড় কথা
'দরকার পড়লে আসল অস্ত্র তুলব', রণংদেহী মেজাজে অগ্নিমিত্রা পাল
'দরকার পড়লে আসল অস্ত্র তুলব', রণংদেহী মেজাজে অগ্নিমিত্রা পাল
ওয়াকফ সম্পত্তি কী, বোঝালেন রুদ্রনীল
ওয়াকফ সম্পত্তি কী, বোঝালেন রুদ্রনীল
ঘাতক ট্রাম্পই, শুল্ক 'যুদ্ধে'র কারণে শুক্রবারই রক্তাক্ত ভারতের বাজার!
ঘাতক ট্রাম্পই, শুল্ক 'যুদ্ধে'র কারণে শুক্রবারই রক্তাক্ত ভারতের বাজার!
'কীসে মঙ্গল হয় সেটা মুখ্যমন্ত্রী জানেন', চাকরিহারাদের কী আশ্বাস দিলেন
'কীসে মঙ্গল হয় সেটা মুখ্যমন্ত্রী জানেন', চাকরিহারাদের কী আশ্বাস দিলেন
কীভাবে এগোলে হারানো চাকরি ফেরত পাবে, জানালেন শুভেন্দু
কীভাবে এগোলে হারানো চাকরি ফেরত পাবে, জানালেন শুভেন্দু
'হাই হ্যালো ছোড়ো, জয়শ্রী রাম বোলো', শুভেন্দুর নতুন শ্লোগান
'হাই হ্যালো ছোড়ো, জয়শ্রী রাম বোলো', শুভেন্দুর নতুন শ্লোগান
হাতে বিরাট অর্ডার বুক, আপনাকে মালামাল করতে পারে এই সব শেয়ার!
হাতে বিরাট অর্ডার বুক, আপনাকে মালামাল করতে পারে এই সব শেয়ার!
স্মলক্যাপে বাজি হতে পারে এই সেক্টরগুলোই!
স্মলক্যাপে বাজি হতে পারে এই সেক্টরগুলোই!
জ্যাম কাটিয়ে বাসের চেয়েও কম খরচে বাইকে চেপে অফিস, সময় বাঁচাবে EV!
জ্যাম কাটিয়ে বাসের চেয়েও কম খরচে বাইকে চেপে অফিস, সময় বাঁচাবে EV!