Digha Accident: স্টিয়ারিং ঘুরিয়ে হোটেলের ভিতর ঢুকিয়ে দিলেন ‘মদ্যপ’ চালক! দিঘা সৈকত শহরে বেপরোয়া পুলিশের গাড়ি

Digha Accident: পুলিশের গাড়ির বেপরোয়া গতির জন্য ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন দিঘা থানার উচ্চ পদস্থ কর্তারা।

Digha Accident: স্টিয়ারিং ঘুরিয়ে হোটেলের ভিতর ঢুকিয়ে দিলেন 'মদ্যপ' চালক! দিঘা সৈকত শহরে বেপরোয়া পুলিশের গাড়ি
দিঘায় দোকানে ঢুকে গেল গাড়ি (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Jan 08, 2023 | 5:18 PM

পূর্ব মেদিনীপুর: দূর থেকেই পুলিশের গাড়িটিকে ঝড়ের গতিতে আসতে দেখেছিলেন প্রত্যক্ষদর্শীরা। কিন্তু এমনটা যে হতে পারে, তা কয়েক মুহূর্ত আগেও পুলিশের গাড়ির অভিমুখ দেখে বুঝতে পারেননি কেউ। আচমকাই স্টিয়ারিং ঘুরে সজোরে রাস্তার ধারের একটি চায়ের দোকানে ঢুকে গেল পুলিশের গাড়ি। দোকানের সামনেই একটি বেঞ্চে বসে ছিলেন এক ব্যক্তি। পুলিশের গাড়ির চাকায় রীতিমতো পিষ্ট হয়ে যান তিনি। মারাত্মকভাবে আহত হন চায়ের দোকানের মালিকও। অভিযোগ, মদ্যপ অবস্থায় ছিলেন পুলিশের গাড়ির চালক। ভয়ঙ্কর ঘটনা পূর্ব মেদিনীপুরের দিঘা সৈকত সংলগ্ন মারিশদা এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন এক জন। আহতদের উদ্ধার করে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। এদিকে পুলিশের গাড়ির বেপরোয়া গতির জন্য ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন দিঘা থানার উচ্চ পদস্থ কর্তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। শেষ পাওয়া খবর অনুযায়ী, এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। পুলিশ আধিকারিকরা অবশ্য এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুলিশের গাড়িটির গতিবেগ স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি ছিল। রাস্তার ধারে একটি দোকানে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে যায় গাড়িটি। দোকানের সামনেই একটি বেঞ্চে বসেছিলেন জয়দেব দলাই নামে এক ব্যক্তি। তিনি পেশায় হোটেলের কর্মী। তাঁর বাড়ি ওই এলাকাতেই। তাঁর চোট গুরুতর।

দোকানটিও রীতমতো ভেঙে গুড়িয়ে যায়। স্থানীয় বাসিন্দারা আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কাঁথি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। উত্তেজিত জনতা গাড়ি-সহ পুলিশ কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। খবর যায় থানায়। দিঘা থানার বড়বাবু-সহ বিশাল পুলিশ বাহিনী যায়। সামাল দেওয়ার চেষ্টা করছে পুলিশ। পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই থানার গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন। তাই এত বড় ঘটনা হল সৈকত শহরে। দিঘা থানার কর্তারা অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।