Digha : দিঘার সৈকতে পড়ে এক ঝাঁক বিরল প্রজাতির মৃত কচ্ছপ, হতবাক পর্যটকেরা, নেপথ্যে কী কারণ?
Digha : দ্রুত এই ধরনের চোরাশিকার কে বন্ধ না করলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে বলে জানাচ্ছেন মৎস্য দফতরের আধিকারিকরা। তাতেই আরও বাড়ছে উদ্বেগ।
দিঘা : দিঘার (Digha) সমুদ্র সৈকতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে প্রচুর সংখ্যক বিরল প্রজাতির বিশালাকৃতির কচ্ছপ (rare species of dead turtles)। গত কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে এই ছবি। সৈকতে মৃত অবস্থায় ভেসে আসছে বিরল প্রজাতির কচ্ছপ। তবে কচ্ছপের মৃত্যু নিয়ে দিঘায় আগত পর্যটকদের মনে তৈরি হয়েছে কৌতূহল। অনেকেই আবার এই বিরল প্রজাতিক কচ্ছপের সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ছেন। তবে কী কারণে এই কচ্ছপ গুলি ভেসে আসছে তা কেউই বলতে পারছেন না। গত কয়েকদিন আগে নিউ দীঘার সমুদ্র সৈকতে মৃত অবস্থায়জলে ভেসে এসেছিল এই বিরল প্রজাতির কচ্ছপ। স্থানীয়দের কথায় এই সমস্ত কচ্ছপগুলি সাধারণত মাঝ সমুদ্রে থাকে।
ডিম পাড়ার সময় হলে তারা নদীর পাড়ের দিকে চলে আসে। তখনই জেলেদের জালে জড়িয়ে যায়। অনেক সময় চোরাচালানকারীরা নিজেরাই এগুলিকে এনে বিক্রি করে দেয়। আবার কোনও কোনও সময় সরকারের কোপে পড়ার ভয়ে মাঝ সমুদ্রেই অনেকেই ফেলে দেন এই কচ্ছপগুলিকে। ভাসতে ভাসতে তারা চলে আসে সৈকতের দিকে। কিন্তু, মাঝ সমুদ্রে যেখানে এই কচ্ছপগুলি থাকে সেখানকার বাস্তুতন্ত্র আলাদা সৈকতের থেকে। তাই অচিরেই নিজ পরিবেশ থেকে আলাদা হয়ে যাওয়ার ফলে সৈকতে আসার পরেই মৃত্যুর কোলে ঢোলে পড়ে এই বিরল প্রজাতির কচ্ছপগুলি। যদিও কচ্ছপ মৃত্যুর পিছনে উঠে আসছে আরও নানা মত। তবে মৎস্য দফতরের পক্ষ থেকে এই বিরল প্রজাতির কচ্ছপকে ধরা নিষিদ্ধ হয়েছে আগেই।
দ্রুত এই ধরনের চোরাশিকার কে বন্ধ না করলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে বলে জানাচ্ছেন মৎস্য দফতরের আধিকারিকরা। অপরদিকে দিঘার বন দফতরের কর্তারা বলছেন শীতকালেই প্রধানত কচ্ছপগুলি সমুদ্র পাড়ের দিকে উঠে আসে বালিয়াড়িতে ডিম পাড়ার জন্য। আসার পথে সৈকতের কাছে অনেক সময়ই চোরা শিকারিদের খপ্পরে পড়ে কচ্ছপের দল। অনেকেই আবার বলছেন দিঘার সৈকতজুড়ে রয়েছে কংক্রিটের ঢালাই। রয়েছে উঁচু গার্ড ওয়াল। বালিয়াড়িতে যাওয়ার পথে এখানে বাধা অনেক সময় আহত হয় কচ্ছপগুলি। তারপরেই শিয়াল-কুকুরে আক্রমণেও মারা যায় অনেক কচ্ছপ। এদিকে বছরের শুরুতেই দিঘার সৈকতে ঝাঁকে ঝাঁকে মৃত কচ্ছপ পড়ে থাকতে দেখে হতবাক অনেকেই!