Mahisadal Poster: ‘বহুবার জরিমানা করেছে’, বিজেপি করার ‘অপরাধে’ একঘরে করে রাখার নিদান! কাঠগড়ায় তৃণমূল

Purba Medinipur: পূর্ব মেদিনীপুরের মহিষাদলের রঙিবসান গ্রামের ঘটনা। জানা গিয়েছে, দুই পরিবারের থেকে জানা গিয়েছে, প্রায় ৭-৮ বছর ধরে তাঁদের একঘরে করে রাখা হয়েছে।

Mahisadal Poster: ‘বহুবার জরিমানা করেছে’, বিজেপি করার ‘অপরাধে’ একঘরে করে রাখার নিদান! কাঠগড়ায় তৃণমূল
এই দুই পরিবারের সদস্যদের একঘরে করে রাখার হুঁশিয়ারি (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Jan 08, 2023 | 3:28 PM

মহিষাদল: গোটা গ্রামে ছেয়ে গিয়েছে পোস্টার। কোথাও লেখা রয়েছে জরিমানার কথা, কোথাও আবার লেখা গ্রাম থেকে বহিষ্কারের কথা। তবে প্রশ্ন উঠছে, গোটা গ্রামজুড়ে কেন এমন পোস্টার? কী কারণেই বা জরিমানা করা হবে? বহিষ্কারই বা কারা হবেন? বিষয়টি জানতে গিয়ে বোঝা গেল সংশ্লিষ্ট ওই গ্রামজুড়ে চলছে খাপ পঞ্চায়েতের ‘দাদাগিরি’। বিজেপি করার অপরাধে গ্রামের দু’টি পরিবারকে একঘরে করে রাখার অভিযোগ মাতব্বরদের বিরুদ্ধে। কাঠগড়ায় পূর্ব মেদিনীপুরের মহিষাদল পল্লী কমিটি।

পূর্ব মেদিনীপুরের মহিষাদলের রঙিবসান গ্রামের ঘটনা। জানা গিয়েছে, দুই পরিবারের থেকে জানা গিয়েছে, প্রায় ৭-৮ বছর ধরে তাঁদের একঘরে করে রাখা হয়েছে। এলাকায় পড়েছে পোস্টার। সেই পোস্টারে লেখা রয়েছে, ওই দুই পরিবারের সঙ্গে যোগাযোগ রাখলে আর্থিক জরিমানা করা হবে। এমনকী পোস্টারগুলিতে লেখা রয়েছে, গ্রামে কোনও পুজো হলে কেউ যেন প্রসাদ নিয়ে ওই দুই বাড়িতে না যায়। আর কেউ যদি যায়, তাহলে তাদেরকেও গ্রাম কমিটি থেকে বহিষ্কার করা হবে।

অভিযোগকারী পরিবারগুলির দাবি, তাঁরা বিজেপি করেন। এবং পল্লী কমিটির সদস্যরা তৃণমূল করেন। তাই তাঁদের একঘরে করে রাখা হয়েছে। ইতিমধ্যে ওই পরিবার তাই দ্বারস্থ হয়েছে মহিষাদল থানার পুলিশের কাছে। ওই পরিবারের এক সদস্য স্বরূপ ঘড়াই বলেন, “আজকে সকালে দেখলাম আমার এবং গুরুপদ ঘড়াই নামে একঘরে করে রাখার পোস্টার পড়েছে। বলছে, গ্রামের কোনও মানুষ যদি প্রসাদ দেয়, তাহলে ওদেরকেও এক ঘরে করে রাখা হবে। কারণ আমরা বিজেপি করি। বহুবার জরিমানা করেছে ওরা।”

মহিষাদলের তৃণমূল বিধায়ক হীরক চক্রবর্তী বলেন, “পল্লী কমিটি করেছে কি? যত নির্বাচন কাছে আসবে এই চটকদারি বাড়বে। সংবাদমাধ্যমের সামনে আসার চক্রান্ত মাত্র। প্রকৃত দোষীদের অনুমান করে তদন্ত শুরু করা হোক।”