Durga Puja 2024: জানেন বর্গভীমা অনুমতি না দিলে তমলুকে দুর্গাপুজো করার ‘ক্ষমতা’ কারও নেই?

Kanishka Maity | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 08, 2024 | 7:41 PM

Durga Puja: কিন্তু আজ থেকে প্রায় ৭০ বছর আগে তমলুকের কয়েকজন যুবক উদ্যোগ নেয় পুজো করার। সব জায়গায় পুজো হয়, তাহলে তাঁদের এখানে কেন হবে না? এরপর তমলুকে বেশ কয়েকটি জায়গায় আলোড়ন পড়ে যায়। কারণ মা বর্গভীমা থাকতে থাকতে কী করে দেবী পুজো সম্ভব তমলুকের বুকে?

Durga Puja 2024: জানেন বর্গভীমা অনুমতি না দিলে তমলুকে দুর্গাপুজো করার ক্ষমতা কারও নেই?
তমলুকে বর্গভীমার মূর্তি
Image Credit source: Tv9 Bangla

Follow Us

তমলুক: বাংলায় সমস্ত রাজবাড়ি অথবা জমিদার বাড়িতে দুর্গাপুজো হয়। কিন্তু জানেন তমলুক রাজবাড়িতে কোনও দেবী পুজো হয় না কারণ দেবী বর্গভীমা এখানে বিরজামান। শুধু তমলুকে রাজবাড়ি নয়, এই মন্দিরের নির্দিষ্ট সীমানার মধ্যে কোনও দেবীপুজো হত না। তাই তমলুকে রাজবাড়ির পুজো হত তমলুক থেকে কিছুটা দূরে। এই অঘোষিত প্রথা দীর্ঘদিন ধরেই চলে আসছিল।

কিন্তু আজ থেকে প্রায় ৭০ বছর আগে তমলুকের কয়েকজন যুবক উদ্যোগ নেয় পুজো করার। সব জায়গায় পুজো হয়, তাহলে তাঁদের এখানে কেন হবে না? এরপর তমলুকে বেশ কয়েকটি জায়গায় আলোড়ন পড়ে যায়। কারণ মা বর্গভীমা থাকতে থাকতে কী করে দেবী পুজো সম্ভব তমলুকের বুকে?

তখনকার দিনের পুরোহিতরা সম্মতি দেন পুজো করার। দেবী পুজো করা যেতে পারে একটাই উপায় বের হয়। পুজোর আগে মায়ের কাছে অনুমতি নিয়ে পুজো শুরু হয়। সেই থেকেই তমলুকের বুকে কোনও পুজো করলেই মা বর্গভীমাকে পুজো দিয়ে সন্তুষ্ট করতে হয়। তারপর পুজো হয় ক্লাবে অথবা বাড়িতে। এই ভাবেই তমলুকে একটার পর একটা পুজো বাড়তে থাকে। এখন প্রায় তমলুকে ৪০ থেকে ৫০ টি বার বাড়ি পুজো হয়। পুজোর সময় মেতে উঠে তমলুকবাসী। তমলুকে শক্তিপুজোর প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য বলেন, “বর্গভীমা মা থাকার জন্য কোনও মূর্তি পুজো হত না। এরপর একদিন আমার পিসেমশাই বর্গভীমা মন্দিরে পুজো দিয়ে বললেন তিনি মায়ের আদেশ পেয়ে গিয়েছি। তারপর থেকে পুজো শুরু হল।”

Next Article