পূর্ব মেদিনীপুর: সমুদ্রের প্রবল জলোচ্ছ্বাসে ভাঙনের কবলে পড়েছে স্থানীয় দোকানপাট। শনিবার সেই এলাকা পরিদর্শনে গেলেন মন্ত্রী তথা রামনগরের বিধায়ক অখিল গিরি। পূর্ণিমা ভরা কটালে তাজপুরের সমুদ্রপাড়ের বেশ কিছু অংশে ভাঙন ধরে। শনিবার স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে তা পরিদর্শন যান অখিল গিরি। মন্ত্রীর আশ্বাস, ভাঙনের কবলে পড়া প্রায় ৩০০ মিটার রাস্তায় পাথর ফেলা হবে।
গত ২১ জুলাই ছিল পূর্ণিমা। সেই সময় থেকেই প্রবল জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয়েছে তাজপুরের একটা অংশ। মেরিন ড্রাইভ হওয়ার ফলে বেশিরভাগ সমুদ্র বাঁধ মজবুত থাকলেও তাজপুরের এই অংশে সমুদ্র বাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক দোকান। রামনগর-১ ব্লকের স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে শনিবার সেই জায়গা পরিদর্শন করেন মন্ত্রী।
রামনগর-১পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাইচরণ সার আগেই দাবি করেছিলেন, প্রায় ৩ কিলোমিটার ধরে কোনও কংক্রিটের বাঁধ নেই। একের পর এক পাড় ভাঙছে। জনজীবন কার্যত বিপর্যস্ত। এদিন মন্ত্রী গিয়ে স্থানীয় দোকানদার ও ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সঙ্গে কথাও বলেন। সমুদ্র বাঁধ নির্মাণের কাজ দ্রুততার সঙ্গে শুরু করতে সেচ দফতর ও বন দফতরের সঙ্গেও বিধায়কের কথা হয় বলে জানা গিয়েছে। স্থানীয় তৃণমূলের জনপ্রতিনিধি বিশ্বজিৎ জানা বলেন, মন্ত্রী আশ্বাস দিয়েছেন কাজ তাড়াতাড়ি শুরু হবে। এখন বর্ষার মরসুম। তাড়াতাড়ি কাজ শেষ না হলে সমস্যায় পড়বেন উপকূলবাসী।