হলদিয়া শিল্পতালুকে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিয়ন্ত্রিত আগুন, ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন

TV9 Bangla Digital | Edited By: tista roychowdhury

Aug 03, 2021 | 6:09 PM

Haldia: সূত্রের খবর, মঙ্গলবার বেলা তিনটে নাগাদ আচমকা আগুন লেগে যায় ন্যাপথা ট্যাঙ্কারে। কীভাবে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়।

হলদিয়া শিল্পতালুকে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিয়ন্ত্রিত আগুন, ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন
নিজস্ব চিত্র

Follow Us

পূর্ব মেদিনীপুর: হলদিয়া শিল্পতালুকে বিধ্বংসী আগুন (Fire)। মঙ্গলবার দুপুরে আচমকা হলদিয়া পেট্রোকেমিক্যালসের একটি ন্যাপথা ট্যাঙ্কারে আগুন লাগে। দ্রুত ছড়িয়ে যায় সেই আগুন। তবে, অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে দমকলের ৮টি ইঞ্জিন। প্রায় সাড়ে তিন ঘণ্টার ম্যারাথন চেষ্টার পর অনেকটাই নিয়ন্ত্রণে আগুন।

সূত্রের খবর, মঙ্গলবার বেলা তিনটে নাগাদ আচমকা আগুন লেগে যায় ন্যাপথা ট্যাঙ্কারে। কীভাবে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। খবর পেয়ে ঘটনাস্থলে প্রথমে এসে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন। মিনিট পনেরো পরেই আরও ৩টি ইঞ্জিন এসে পৌঁছয়। এছাড়াও, বাইরে থেকে আরও দুটো ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। প্রয়োজনে ইঞ্জিনের সংখ্যা বাড়তে বলেই খবর দমকল সূত্রে।

অগ্নিকাণ্ডের জেরে ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছেন প্রশাসনিক অধিকর্তারাও। কর্মরত শ্রমিকদের ঘটনাস্থল থেকে বাইরে আনা হচ্ছে। কালো ধোঁয়ায় ভরেছে এলাকা। ন্যাপথা ট্যাঙ্কারে আগুন লাগায় ক্ষয়ক্ষতিও হয়েছে বিস্তর এমনটাই খবর প্রশাসন সূত্রে। ইতিমধ্যেই মাইকিং করে সচেতনতা প্রচার শুরু করেছে প্রশাসন। তবে, আগুন এখনও নিয়ন্ত্রিত নয়। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন দমকলকর্মীরা।

দমকল মন্ত্রী সুজিত বসু টেলিফোনে বলেন, “যতদূর খবর পাওয়া গিয়েছে, কারখানার পাইপ সারাতে গিয়ে আগুন কোনওভাবে আগুন লেগে গিয়েছে বলে শোনা যাচ্ছে। রামগড়, এগরা-সহ তিন জায়গা থেকে দমকলের ইঞ্জিন পাঠানো হয়েছে। প্রয়োজনে আরও ইঞ্জিন পাঠানো হবে।”

দমকল সূত্রে খবর, ন্যাপথা গ্যাস শেষ না হওয়া পর্যন্ত আগুন জ্বলবে। কারখানায় শাটডাউনের কাজ চলাকালীন ওয়েলডিংয়ের কাজও চলছিল। সেইখান থেকে আগুনের ফুলকি এসে পড়ে নালায়। শাটডাউনের কাজ চলায় ওই নালাতেই জমছিল বর্জ্য় পদার্থ। সেখান থেকেই প্রথমে আগুন লাগে। পাশে ন্যাপথার পাইপ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বলেই জানিয়েছেন দমকল অধিকর্তারা। তবে, প্রায় ৮টি ই়ঞ্জিনের ম্যারাথন তত্‍পরতায় আগুন কিছুটা নিয়ন্ত্রিত। আরও পড়ুন: পরিত্যক্ত বাড়িতে বিজেপি বুথ সভাপতির হাত-পা বাঁধা ঝুলন্ত দেহ! নিশানায় তৃণমূল

Next Article