পূর্ব মেদিনীপুর: সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানির সময় আজ একাধিকবার উঠে এসেছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের প্রসঙ্গ। যিনি বর্তমানে বিজেপি নেতা। যদিও বার বার প্রাক্তন বিচারপতির প্রসঙ্গ ওঠায় বেশ বিরক্ত হয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টে এদিনের শুনানি পর্বে তাঁর নাম উঠে আসা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন প্রাক্তন বিচারপতিও। অভিজিৎ গাঙ্গুলি এক জনসভা থেকে আজ বলেন, ‘আজ সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেস দুই গালে দুই থাবড়া খেয়েছে। শীর্ষ আদালতে তারা কোনও প্রশ্নের কোনও উত্তর দিতে পারেনি।’
এরপরই বিজেপি নেতা তথা হাইকোর্টের প্রাক্তন বিচারপতির সংযোজন, ‘তারা আমার নাম করে বলতে গিয়েছিল… জাস্টিস গঙ্গোপাধ্যায় বলে একজন ছিলেন, তিনি এখন বিজেপিতে যোগ দিয়েছেন। তাদের মুখের উপর সপাটে প্রধান বিচারপতি বলে দিয়েছেন, কাদা ছোড়াছুড়ির জায়গা এটা নয়। এখানে কাদা ছুড়বেন না। এতে তারা (তৃণমূল) খুব দুঃখিত হয়েছে। আমার নামে কথা বলা গেল না। এই চোরগুলিকে ধরা আমিই শুরু করেছিলাম।’
প্রসঙ্গত, এদিন সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে শুনানি পর্বে একাধিকবার হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ উঠে আসে। রাজ্যের তরফে যখন সুপার নিউমেরারিতে সিবিআই তদন্তের নির্দেশের বিরোধিতা করা হচ্ছিল, তখন আইনজীবী উল্লেখ করেন প্রাক্তন বিচারপতিই এই নির্দেশ দিয়েছিলেন। পরবর্তীতে চাকরিহারাদের আইনজীবী যখন আবার নিজের বক্তব্য বলছিলেন, তখনও তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানান। সেই সময়েই আইনজীবীকে থামিয়ে শীর্ষ আদালত স্পষ্ট করে দেয় ‘আমরা বোধ হয় মূল বিষয় থেকে সরে আসছি।’ শীর্ষ আদালত আরও বলেছে, সেখানে তাঁরা প্রাক্তন বিচারপতির স্ক্রুটিনি করতে বসেননি।