Rain in Digha: বৃষ্টি পড়তে না পড়তেই বদলে গেল দিঘার সমুদ্র, সাত সকালে কী দেখলেন পর্যটকরা

Kanishka Maity | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

May 07, 2024 | 1:56 PM

Digha Weather: আবহাওয়া দফতরের তরফে জানা গিয়েছে,  আপাতত ছুটি তাপপ্রবাহের। সোমবার দুপুরেই উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে, ঝাড়খণ্ড, বাংলাদেশ, দু’দিক থেকে দক্ষিণবঙ্গের অন্দরে মেঘ ঢুকছে। একেবারে শুরুতে পশ্চিমের জেলা ও নদিয়ায় ঝড়-বৃষ্টি শুরু হয়।

Rain in Digha: বৃষ্টি পড়তে না পড়তেই বদলে গেল দিঘার সমুদ্র, সাত সকালে কী দেখলেন পর্যটকরা
দিঘায় জলোচ্ছ্বাস। ফাইল ছবি।
Image Credit source: TV9 Bangla

Follow Us

দিঘা: অনেক স্কুলে গরমের ছুটি পড়ে গিয়েছে। ফলে গত সপ্তাহ থেকেই ভিড় বেড়েছে দিঘায়। প্রবল গরম, তাপপ্রবাহে নাজেহাল মানুষ সমুদ্রের হাওয়া উপভোগ করতে দিঘায় ভিড় বাড়াচ্ছেন। হোটেলের সব ঘরই প্রায় বুক হয়ে যাচ্ছে। আর এবার পর্যটকদের উপরি পাওনা। সোমবার সন্ধ্য়ায় আচমকা নামে বৃষ্টি, বইতে থাকে ঝোড়ো হাওয়া। স্বাভাবিকভাবেই উত্তাল হয়ে ওঠে সমুদ্র। মঙ্গলবারও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তাই এদিন সকাল থেকে যাঁরা সমুদ্রের ধারে যাচ্ছেন, তাঁরা মনোরম দৃশ্যের সাক্ষী হচ্ছেন। সেই সঙ্গে তাপমাত্রা নেমে যাওয়ায়, আরও ভালভাবে উপভোগ করা যাচ্ছে সমুদ্র।

পূর্ব মেদিনীপুরে এদিন সকাল থেকে আকাশ মেঘে ঢেকে গিয়েছে। বইছে ঠাণ্ডা বাতাস। বৃষ্টির দেখা না মিললেও আচমকা শুরু হয়েছে জলোচ্ছ্বাস। আর তা দেখতেই উপচে পড়েছে ভিড়। জলোচ্ছ্বাস রীতিমতো সমুদ্রের জল গার্ডওয়াল টপকে চলে আসছে। আর তাতেই আত্মহারা পর্যটকরা। ওই জলের মধ্যেই স্নান সেরে আনন্দ উপভোগ করেন পর্যটকরা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার আগেই এই জলোচ্ছ্বাসে খুশি পর্যটকরা। সন্ধ্যায় বৃষ্টি নামলে আরও বেশি উপভোগ করা যাবে বলে মনে করছেন তাঁরা।

আবহাওয়া দফতরের তরফে জানা গিয়েছে,  আপাতত ছুটি তাপপ্রবাহের। সোমবার দুপুরেই উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে, ঝাড়খণ্ড, বাংলাদেশ, দু’দিক থেকে দক্ষিণবঙ্গের অন্দরে মেঘ ঢুকছে। একেবারে শুরুতে পশ্চিমের জেলা ও নদিয়ায় ঝড়-বৃষ্টি শুরু হয়। পরে কলকাতা ও লাগোয়া জেলার আকাশেও চলে আসে জলভরা মেঘ। ঝড় ওঠে, সঙ্গে ঝেঁপে বৃষ্টি।

Next Article