তমলুক: প্রার্থী তালিকা ঘোষণার পর লাগাতার ক্ষোভের মুখে পড়েছে পড়েছে শাসকদল। পথে নেমে বিক্ষোভ করতেও দেখা গিয়েছিল বিক্ষুব্ধদের। দলের উপর রাগ করে একাধিক ব্যক্তি মনোনয়ন জমা দেয় নির্দলে। ফলে নির্দল কাঁটায় বিঁধে শাসকদল। এই অবস্থায় খোদ তৃণমূলের মত যে, পুরভোটের ফলাফলে বিরোধীদের থেকেও জোর টক্কর দিতে পারে নির্দল। তাই উপরমহল থেকে মনোনয়ন প্রত্যাহার করার কথাও বলা হয়। কিন্তু কেউ-কেউ মনোনয়ন প্রত্যাহার করলেও অনেকেই করেননি। ফলত ক্ষুব্ধ দল থেকে বহিষ্কার করা হয় অনেককে।
তমলুক পুরসভার ৪ নম্বর ওয়ার্ড। সেখান থেকে তৃণমূলের মনোনিত প্রার্থী হিসেবে টিকিট পেয়েছেন ডাক্তার বিমল ভৌমিক। কিন্তু ওই ওয়ার্ডে পূর্ব কাউন্সিলর ছিলেন ভানুপদ সাহা। দলীয় টিকিট না পাওয়াতে নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন পত্র জমা দেন। এই নিয়েই তীব্র অসন্তোষ শুরু হয়। এরপর মন্ত্রী সৌমেন মহাপাত্র বারবার হুমকি দেয় যাতে দলিয় কর্মসূচি থেকে যাতে নির্দল প্রার্থী ভানুপদ সাহা তাঁর মনোনয়ন প্রত্যাহার করেন। কিন্তু ভানুপদবাবু তা করেননি। এরপর মন্ত্রী স্বয়ং পৌঁছে যান নির্দল প্রার্থী বাড়ি। সেখানে গিয়ে তাঁকে অনুরোধ করেন যাতে তিনি মনোনয়ন প্রত্যাহার করেন। কিন্তু তা সত্ত্বেও ভানুপদ সাহা নিজের সিদ্ধান্তে অনড় থাকেন।
এরপর শুক্রবার মন্ত্রী সৌমেন মহাপাত্র সাংবাদিক সম্মেলন করে ভানুপদ সাহা সহ তার চার জন অনুগামীকে দল বিরোধী কার্য কালাপের জন্য তৃণমূল থেকে বহিষ্কার করেন। এই ব্যাপারে ভানুপদ সাহা জানান, “আমি তৃণমূল কংগ্রেস দ্বারা নির্বাচিত তিন বারের কাউন্সিলর। এর আগে তিনি দু’বার কংগ্রেসের টিকিটে কাউন্সিলর ছিলাম। বরাবর চার নম্বর ওয়ার্ডের ভুমি পুএ কাউন্সিলর হিসেবে মানুষের পাশে থাকি। কিন্তু এরপরও দল আমায় টিকিট দেয়নি। কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল। সেই কারণে এই চার নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের অনুরোধে আমি নির্দল হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছি। দল আমায় বহিষ্কার করলেও আমি এখনও মন থেকে একজন সক্রিয় তৃণমূল কর্মী।’ গোটা বিষয় নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।
আরও পড়ুন: Petrol Diesel Price: অপরিশোধিত তেলের দাম কমছে, জানুন দেশে পেট্রোল ডিজেলের দাম