Kanthi Municipality: বাড়িতে এসে মহিলাকে শ্লীলতাহানি, নাম জড়াল কাঁথির পরাজিত TMC প্রার্থীর ভাইয়ের বিরুদ্ধে

Kanishka Maity | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 08, 2024 | 6:28 PM

Kanthi Municipality: যদি এই সমস্ত অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে কাঁথি লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী, বিধায়ক ও পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। তিনি বলেন, "এ সমস্ত অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। ওই ব্যক্তি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর ছিলেন।"

Kanthi Municipality: বাড়িতে এসে মহিলাকে শ্লীলতাহানি, নাম জড়াল কাঁথির পরাজিত TMC প্রার্থীর ভাইয়ের বিরুদ্ধে
উত্তম বারিক, কাঁথির পরাজিত তৃণমূল প্রার্থী
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কাঁথি: প্রাক্তন কাউন্সিলরের পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগ উঠল। যার জেরে কার্যত উত্তাল কাঁথি শহর। অভিযোগ, উঠছে শুক্রবার গভীর রাতে চড়াও হয় কাঁথি লোকসভা তৃণমূল কংগ্রেসের পরাজিত প্রার্থী উত্তম বারিকের ভাই সহ দলবল। মহিলার হাত ধরে টানাটানির পাশাপাশি দরজা ভাঙচুর করা হয় বলে অভিযোগ। পরে এলাকাবাসী ছুটে এলে দুষ্কৃতীরা চম্পট দেয় সেখান থেকে।

অভিযোগ, পূর্ব মেদিনীপুরের কাঁথি পুরসভা ৮ নং ওয়ার্ডের।এক সময় তিনি তৃণমূল প্রতীকে জিতে কাউন্সিলর হয়েছিলেন। যদিও ২০২২ সালে দলের তরফে টিকিট না পেয়ে নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু নির্বাচনে পরাজিত হন। অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় প্রাক্তন এই কাউন্সিলরের বাড়ি সংলগ্ন মদের আসর বসে। সেখানে কথা কাটাকাটি হয়। রাত্রি ১২ টা নাগাদ তৃণমূল কংগ্রেস প্রার্থী উত্তম বারিকের ভাই সহ বেশ কয়েকজন দলবল বাড়িতে চড়াও হয় বলে দাবি নিগৃহীতার পরিবারের। দুষ্কৃতীরা বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে বলে পরিবারের অভিযোগ। দরজা বাইরে থেকে মহিলার হাত ও জামাকাপড় ধরে টানাটানি করে বলে অভিযোগ। চিৎকার শুনে স্থানীয় বাসিন্দা ও ওই মহিলার বাপের বাড়ি থেকে কয়েকজন লোক পৌঁছলে সেখান থেকে চম্পট দেয় তারা।

প্রাক্তন কাউন্সিলরের বৌমা বলেন, “শুক্রবার সন্ধ্যায় বাড়ির কাছে মদের আসর বসায়। গভীর রাতে কাঁথি লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তম বারিক ভাই সহ ১০-১৫ জন বাড়িতে চড়াও হয়। বাড়ির দরজা ভেঙে যায়। আমার হাত ধরে টানাটানি করে। আমার স্বামীকে প্রাণনাসের হুমকি দিয়ে যায়। যাঁরা আমার বাড়িতে চড়াও হতে এসেছিল তাদের ভিডিয়ো এবং সিসিটিভি ফুটেছে ছবি রয়েছে। আমরা এখন রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নয়। কিন্তু আমার বাপের বাড়িতে দাদা বিজেপি করেন। সেই কারণে হয়ত আমার বাড়িতে চড়া হয়েছে। শ্বশুর নির্দল প্রার্থী হওয়ার কারণে আমার বাড়িতে কয়েকবার চড়াও হয়েছে। খুব আতঙ্কের মধ্যে রয়েছি।”

যদি এই সমস্ত অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে কাঁথি লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী, বিধায়ক ও পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। তিনি বলেন, “এ সমস্ত অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। ওই ব্যক্তি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর ছিলেন। উনি দলের কাছে অভিযোগ করেননি। ওনার বৌমা আমাকে ফোন করে জানিয়েছিল বাড়ি কাছে মদের আসরে গন্ডগোল জেরে এমনই ঘটনা।”

কাঁথি পুরসভা প্রাক্তন কাউন্সিলর বলেন, “বাড়িতে এসে চড়াও হয়। আমার বৌমার গায়ে হাত দেয়। প্রাণনাশের হুমকি দিয়ে যায়। আমি জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেস করি।” কাঁথি থানায় আইসি প্রদীপ কুমার দান বলেন, “কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে পুরো ঘটনাটি খতিয়ে দেখা হবে।”

 

Next Article