Mithun Chakrabarty: ফিল্মি সংলাপ, গান-নাচের ফাঁকেই তৃণমূলকে বিঁধলেন মিঠুন

Contai: এদিনও মিঠুন বলেন, তৃণমূল বারবার বলে বিজেপি টাকা আটকে রেখেছে। অথচ বিজেপি তা আটকাতেই পারে না। সিএজি বা ক্যাগ সমস্ত রাজ্যের পয়সার হিসাব নেয়। পয়সার হিসাব যাদের মেলে না, তারা টাকা পায় না। দেখা গিয়েছে পশ্চিমবঙ্গের হিসাব মিলছে না। তাই ক্য়াগ বলেছে, যতক্ষণ না হিসাব মিলবে ওদের এক পয়সাও দেবে না।

Mithun Chakrabarty: ফিল্মি সংলাপ, গান-নাচের ফাঁকেই তৃণমূলকে বিঁধলেন মিঠুন
প্রচারে মিঠুন চক্রবর্তী। ফাইল ছবি।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: May 18, 2024 | 10:37 PM

পূর্ব মেদিনীপুর: সৌমেন্দু অধিকারীর হয়ে কাঁথিতে ভোটপ্রচারে গিয়ে তৃণমূলকে বিঁধলেন মিঠুন চক্রবর্তী। বললেন, ‘চিমটি কাটব এখানে, আর লাল পিঁপড়ের জ্বলন হবে এখানে সেখানে। নাম তুফান, বছরে এক আধবার আসি। এবার থেকে প্রত্যেকবার আসব তোমাদের সঙ্গে দেখা করতে। আমি এমএলএ ফাটা কেষ্ট মনে থাকে যেন।’

এদিনও মিঠুন বলেন, তৃণমূল বারবার বলে বিজেপি টাকা আটকে রেখেছে। অথচ বিজেপি তা আটকাতেই পারে না। সিএজি বা ক্যাগ সমস্ত রাজ্যের পয়সার হিসাব নেয়। পয়সার হিসাব যাদের মেলে না, তারা টাকা পায় না। দেখা গিয়েছে পশ্চিমবঙ্গের হিসাব মিলছে না। তাই ক্য়াগ বলেছে, যতক্ষণ না হিসাব মিলবে ওদের এক পয়সাও দেবে না।

মিঠুনের কথায়, “২ লক্ষ ৩০ হাজার কোটি টাকার এখনও হিসাব দেয়নি। আবার বলছে ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না। ১০০ দিনের শ্রমিকরা যদি টাকা না পান তার জন্য শাসকদলই দায়ী। আর তার উপরে যিনি বসে আছেন। উনি হিসাব দেবেন না কিন্তু টাকা দিতে হবে। কেন দেবে টাকা? এই টাকাগুলো কোথায় গেল, তার হিসাব দিন।” বিজেপিকে ভোট দিলে সুন্দর বাংলা উপহার দেওয়ার প্রতিশ্রুতিও এদিন শুনিয়ে যান ‘মিঠুনদা’। এদিন ফিল্মি ডায়লগ, তাঁর ছবির হিট গানে একেবারে মাতিয়ে দেন প্রচারমঞ্চ।