Madhyamik 2024: কোভিড শরীরেই মাধ্যমিক পরীক্ষা ছাত্রের, করা হল বিশেষ ব্যবস্থা

Kanishka Maity | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 03, 2024 | 9:20 AM

Madhyamik 2024: জয় চক্রবর্তীর মা টুম্পা চক্রবর্তী জানান, কয়েকদিন ধরে অসুস্থ ছিল। হাসপাতালে চিকিৎসা করাই। মঙ্গলবার কোভিড টেস্ট করানো হয়। বৃহস্পতিবার রাতে পজেটিভ রিপোর্ট আসে।

Madhyamik 2024: কোভিড শরীরেই মাধ্যমিক পরীক্ষা ছাত্রের, করা হল বিশেষ ব্যবস্থা
কোভিডে আক্রান্ত মাধ্যমিক পরীক্ষার্থী
Image Credit source: TV9 Bangla

Follow Us

পূর্ব মেদিনীপুর: সোমবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। বৃহস্পতিবার রাতে মহিষাদলের গোপালপুর হাই স্কুলের ছাত্র জয় চক্রবর্তীর কোভিড রোগে আক্রান্ত হয়। সেই খবর ব্লক স্বাস্থ্য কেন্দ্র ও প্রশাসনের কাছে পৌঁছলে স্বাস্থ্যবিধি মেনেই মহিষাদল বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা করা হয়। স্বাস্থ্যবিধি ও কড়া পুলিশি পাহারায় মাধ্যমিক পরীক্ষার্থী জয় চক্রবর্তী পরীক্ষায় বসে।

জয় চক্রবর্তীর মা টুম্পা চক্রবর্তী জানান, কয়েকদিন ধরে অসুস্থ ছিল। হাসপাতালে চিকিৎসা করাই। মঙ্গলবার কোভিড টেস্ট করানো হয়। বৃহস্পতিবার রাতে পজেটিভ রিপোর্ট আসে। তার পর স্থানীয় প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে মহিষাদল গ্রামীণ হাসপাতালে পরীক্ষায় বসার ব্যবস্থা করা হয়। হাসপাতালে থেকে পড়াশোনা ও পরীক্ষায় বসবে। ছেলেকে স্পেশ্যালভাবে পরীক্ষার ব্যবস্থা করে দেওয়ায় ভীষন খুশি জয়ের পরিবার।

মহিষাদল ব্লক স্বাস্থ্য আধিকারিক সারুক আজাদ জানান, “পজেটিভ রিপোর্ট জানতে পেরেই আমরা স্পেশাল রুমের ব্যবস্থা করে পরীক্ষা ব্যবস্থা করা হয়।”

পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় প্রেস মিট করে জানান,  এবছর ৯ লক্ষ ২৩ হাজার ৪৫ জন পরীক্ষা দিয়েছে।  ৩৬৪ জনের জন্য অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। একজন ল্যাপটপে লিখে পরীক্ষা দিয়েছেন। তাঁকে স্পেশ্যাল পারমিশন করানো হয়েছে।

Next Article