নন্দকুমার: হলের চাবি দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল গ্রামে। রীতিমত মারধর চলল এলাকায়। গুরুতর জখম অবস্থায় মৃত্যু এক ব্যক্তিরও। এলাকায় পৌঁছেছে নন্দকুমার থানার পুলিশ।
শনিবার সকালের ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, নন্দকুমার থানার টিকারামপুর গ্রামে পাড়া কমিটির ঘরের চাবি নিয়ে গন্ডগোল বাঁধে। এর জেরেই খুন হন এক ব্যক্তি। দুইপাড়ার গন্ডগোলের জেরে ঘটনাটি ঘটে। তারপরই উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়।
মৃত ব্যক্তির নাম তুষার কান্তি সিংহ। তিনি কমিটির সভাপতি ছিলেন। জানা গিয়েছে, তার কাছেই এই ঘরটির চাবি ছিল। পরে কমিটি দু’ভাগ হয়ে যায়। এরপরে দুই পাড়া (টিকারামপুর-টোটাবেড়িয়া) র মধ্যে ঘরের চাবি নিয়ে বিবাদ বাধে। সেই চাবি চাইতে আসে অন্য একটি পাড়ার বিকাশ দোলুই সহ অন্যান্যরা।
সূত্রের খবর, গতকাল বেলা ১১টা নাগাদ চাবি চাইতে আসেন অন্য একটি পাড়ার বিকাশ দলুই সহ অন্যন্যরা। সেই সময় দু’পক্ষের মধ্যে প্রথমে বচসা লাগে ও পরে তা হাতাহাতিতে পরিণত হয়। অভিযোগ, এরপর কিছু ব্যক্তি বড় বাঁশ দিয়ে পেছন থেকে তুষার কান্তি সিংহকে মাথায় আঘাত করে। এই মারের ফলে গুরুতর আহত হন ওই ব্যক্তি। তাঁকে রক্তাক্ত অবস্থায় তমলুক জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। রাতে চিকিৎসকরা ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার বিষয়ে মৃত ব্যক্তি স্ত্রী বলেন, “এই ক্লাব নিয়ে দীর্ঘদিন ধরেই ঝামেলা চলছিল। আমর স্বামীর কাছেই ওই ঘরের চাবি থাকত। এই নিয়েই ওদের রাগ। গতকাল পাশের গ্রামে বিকাশ দোলুই ও আরও কয়েকজন এসে আমার স্বামীর কাছে চাবি চায়। এরপর কথাকাটাকাটি থেকে মারধর শুরু করে। আণি শুনেছি ওরা আমার স্বামী হাত পা চেপে ধরেছিল কয়েজন। আর কয়েকজন আমার স্বামীকে মাথায় বারি মারে। মারের ঘায়ে জখম হন স্বামী। শেষে প্রাণ চলে গেল ওনার। ”
পরে পুলিশ অভিযোগ পেয়ে এলাকায় যায়। এবং গোটা ঘটনার তদন্ত শুরু করে। পরে রাতেরবেলায় নন্দকুমার থানার পুলিশ দুইজনকে গ্রেফতার করে। অভিযুক্ত ব্যক্তিদের নাম বিকাশ দোলুই ও টুনা দোলুই।অপরদিকে এই ঘটনার পর রাতে ও সকালে উত্তেজিত গ্রামের লোক এলাকায় বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালায়। এলাকায় ব্যাপক চাঞ্চল্য। ঘটনাস্থলে লাগাতার নন্দকুমার থানার পুলিশের টহল চলছে।
আরও পড়ুন: BJP: ফের বিজেপিতে ‘হোয়াটসঅ্যাপ বিদ্রোহ’! এবার গ্রুপ ত্যাগ শঙ্কুদেব পাণ্ডার