চুলোয় অতিমারি আইন! নন্দীগ্রামে মন্ত্রীর সভায় বিপুল জমায়েত, চলল যোগদান মেলা

TV9 Bangla Digital | Edited By: সৈকত দাস

Aug 04, 2021 | 11:08 PM

Akhil Giri: বুধবার নন্দীগ্রামে বিজেপিতে ভাঙন ধরিয়ে শতাধিক নেতাকর্মীকে ঘাসফুল পতাকা তুলে দেন মন্ত্রী অখিল গিরি। ছিল স্বভাবসিদ্ধ ভঙ্গিতে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে আক্রমণও। ছিল না কেবল করোনা বিধি মানার মতো অবস্থা!

চুলোয় অতিমারি আইন! নন্দীগ্রামে মন্ত্রীর সভায় বিপুল জমায়েত, চলল যোগদান মেলা
নিজস্ব চিত্র

Follow Us

নন্দীগ্রাম: অতিমারি করোনা রুখতে রাজ্যে চলছে কার্যত লকডাউন। রাজ্য সরকারের কড়া হুঁশিয়ারি, কোভিড বিধি না মানলেই প্রয়োগ হবে অতিমারি আইন। এই প্রেক্ষিতে বুধবার বিরোধীদের প্রশ্নের মুখে পড়লেন মৎস্য মন্ত্রী অখিল গিরি। শুভেন্দু-গড় নন্দীগ্রামের সভায় বিপুল জমায়েত করে পড়লেন বিতর্কের মুখে। বিজেপির কটাক্ষ, অতিমারি আইন তো কেবল বিরোধীদের জন্যই। অন্যদিকে মন্ত্রীর যুক্তি, মানুষ স্রোতের মতো চলে আসছে। সেখানে তিনি কী করতে পারেন!

বুধবার নন্দীগ্রামে বিজেপিতে ভাঙন ধরিয়ে শতাধিক নেতাকর্মীকে ঘাসফুল পতাকা তুলে দেন মন্ত্রী অখিল গিরি। ছিল স্বভাবসিদ্ধ ভঙ্গিতে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে আক্রমণও। ছিল না কেবল করোনা বিধি মানার মতো অবস্থা! নন্দীগ্রাম ২ ব্লক তৃণমূলের সভাপতি সহ অঞ্চল নেতৃত্বরা। কিন্তু এই যোগদান অনুষ্ঠানে দেখা মিলল না কোনও করোনা বিধি মানার আচরণ।

এদিন কয়েকশো লোকের সমাগমে চলে যোগদান কর্মসূচি। অনেকের মুখে তো মাস্কও দেখা যায়নি। যা নিয়ে তীব্র সমালোচনায় নামে বিজেপি। তাঁদের বক্তব্য, বিজেপি কোনও কর্মসূচি নিলেই কোভিডের দোহাই দিয়ে আটকে দেয় প্রশাসন। তখন করোনাভাইরাস থাকে। আর তৃণমূল সভাসমিতি করলে ভাইরাস চলে যায়! তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি প্রলয় পাল বলেন, “এই রাজ্যে তিনটি জায়গায় করোনা অতিমারী প্রভাব বেশি। এক লোকাল ট্রেন, দুই শিক্ষা প্রতিষ্ঠানে ও রাজ্যের যে কোনও জায়গায় বিজেপির কর্মসূচিতে কোভিডের বাড়বাড়ন্ত।”

এদিকে এ নিয়ে মৎস্যমন্ত্রীর প্রতিক্রিয়া, “আমরা তো কোনও মিছিল করিনি। গত দুই মাস কোনও মিছিল তৃণমূল করেছে বলে তো মনে পড়ছে না। আর আমরা যেখানে মিটিং করছি সেখানে পঞ্চাশ জনের বেশি লোক নিয়ে আমরা কোনও মিটিং করিনি।”

কিন্তু এদিন নন্দীগ্রামের সভায় তো বিপুল জমায়েত হয়েছিল। অখিলবাবু বলেন, অনেকে মাস্ক পরেনি এ কথা সত্যি। তবে তিনি সবাইকে মাস্ক পরতে বলেছিলেন। বলেন, “আমি বক্তৃতায় বলেছি মাস্ক পরতে। ত্রিশজনের বেশি যোগদানও তো করেনি। মানুষকে সতর্ক করছি। কিন্তু মানুষ যদি আমাদের স্রোতে চলে আসে আমরা কী করব!”

উল্লেখ্য, রাজ্য সরকারের বুলেটিন জানাচ্ছে গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৮২৬ জন। আর পূর্ব মেদিনীপুর জেলার সংক্রমণ চিত্র? গত ২৪ গণ্টায় জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৪৯ জন। আরও পড়ুন: ঝাঁপিয়ে পড়ে সব ছিনিয়ে নিয়েছে!’ বানভাসী এলাকায় ত্রাণ দিতে গিয়ে ‘বিপাকে’ বিজেপি বিধায়ক 

Next Article