নন্দকুমার: রহস্যজনকভাবে চুরি খোদ বিধায়কের অ্যাম্বাসাডর। পুলিশে অভিযোগ দায়ের। চিন্তায় নন্দকুমারের বিধায়ক সুকুমার দে। সূত্রের খবর, সুকুমার দে ও তাঁর এক ভাইয়ের গাড়ি ভাড়ায় চলে। গত ১২ বছর ধরে ওই গাড়ি জেলাশাসক অফিসে ভাড়া দেওয়া রয়েছে। জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার গৌতম সাধুখাঁ ওই গাড়িতে চাপেন বলে খবর। অন্যদিকে তাঁর ভাইয়ের গাড়ি চাপেন জেলা গ্রামীণ উন্নয়ন সংস্থার প্রকল্প অধিকর্তা। গত ১২ বছর ধরে সুকুমারবাবুর গাড়ির চালক হিসাবে কাজ করছেন হলদিয়ার বাসুদেবপুরের চন্দন কুমার মান্না।
তিনি জানাচ্ছেন, গত ২৮ ফেব্রুয়ারি গাড়িটি পুরাতন জেলা শিল্প কেন্দ্রের অফিসের সামনে পার্কিং করে বাড়ি চলে যান। পরদিন সকালে এসে দেখেন গাড়ি উধাও। খবর চাউর হতেই শোরগোল পড়ে যায় এলাকায়। ইতিমধ্যেই তমলুক থানায় অভিযোগও জানানো হয়েছে। তদন্ত শুরু করে পুলিশ।
এদিকে চুরির ঘটনা ইতিমধ্যেই ওই এলাকার একটি নার্সিংহোমের সিসিটিভিতে ধরা পড়েছে। তাতেই দেখা যাচ্ছে ভোর ৪টে নাগাদ একজন সাইকেলে এসে গাড়ির দরজায় কিছু করে। তারপর ওই ব্যক্তি সাইকেলে চেপে চলে যায়। এর কিছুক্ষণ পরেই ওই জায়গায় আসতে দেখা যায় আরও একজনকে। তিনিই গাড়িতে স্টার্ট দিয়ে চলে যান। কিন্তু, এই ব্যক্তি কারা, কী তাঁদের পরিচয় তা নিয়ে শুরু হয়েছে খোঁজখবর।
ঘটনায় বিধায়ক সুকুমার দে বলেন, গাড়িটি অনেক দিনের। আমার শখের গাড়ি ওটা। ঋণ করে কিনেছিলাম। ভাড়ায় খাটতো। ওটা চালিয়ে চালকের সংসার চলত। পুলিশ দেখছে পুরো বিষয়টা। গাড়ির চালক চন্দনকুমার মান্না বলছেন, গাড়িটা তো আমি ১২ বছর ধরে চালাচ্ছিলাম। জেলাশাসকের অফিসে ভাড়ায় খাটত। ওই চুরি গিয়েছে। সিসিটিভিতে চুরির ঘটনা ধরাও পড়েছে। পুলিশে অভিযোগ জানিয়েছি।