Kanthi: ঠান্ডা পানীয়তে বিষ খাইয়ে খুনের ঘটনায় মৃত্যু আরও এক ছাত্রীর

Kanishka Maity | Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 05, 2025 | 3:46 PM

Kanthi: মৃতের নাম লীনা ভুঁইঞা (১৫)। দশম শ্রেণিতে পড়ে সে। লীনা চণ্ডিপুর থানার পূর্ব বিরামপুর এলাকার বাসিন্দা। বাবার নাম অপু ভুঁইয়া। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

Kanthi: ঠান্ডা পানীয়তে বিষ খাইয়ে খুনের ঘটনায় মৃত্যু আরও এক ছাত্রীর
কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন
Image Credit source: Tv9 Bangla

Follow Us

চণ্ডিপুর: বিয়ের প্রস্তাব ফেরাতেই বিষ মেশানো পানীয় খাওয়ানোর অভিযোগে গ্রেফতার যুবক। সেই ঘটনায় প্রেমিকার পর তাঁর বান্ধবীরও মৃত্যু তমলুক মেডিক্যাল কলেজে। দুই বোনের মৃত্যু নিয়ে ক্ষোভের সঞ্চার এলাকায়। অভিযুক্তের ফাঁসির দাবি পরিবারের। শোকের ছায়া গ্রামে। মৃতের নাম লীনা ভুঁইঞা (১৫)। দশম শ্রেণিতে পড়ে সে। লীনা চণ্ডিপুর থানার পূর্ব বিরামপুর এলাকার বাসিন্দা। বাবার নাম অপু ভুঁইয়া। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

প্রসঙ্গত, এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকা জুড়ে। এর আগে ঠান্ডা পানীয় খাইয়ে খুনের ঘটনায় মৃত্যু হয়েছিল আরও এক স্কুল ছাত্রীর। তাঁর নাম শ্রাবণী ভুঁইঞা। গত দু’তারিখ তমলুক জেলা হাসপাতালই তাঁর মৃত্যু হয়। স্বাভাবিক কারণেই এই দুই স্কুল ছাত্রীর মর্মান্তিক ঘটনা ঘিরে এলাকা জুড়ে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। অবিলম্বে অভিযুক্ত যুবকের ফাঁসির দাবিতে সোচ্চার হয়েছেন পরিবারের লোকেরা ও বাসিন্দারা।

যদিও, এই ঘটনায় অভিযুক্ত যুবককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে চণ্ডী থানার পুলিশ। ধৃত আকাশ সামন্তকে তমলুক আদালতের নির্দেশে পাঁচ দিনের পুলিশ হেফাজতে নিয়ে ঘটনার তদন্তে নেমেছে চন্ডিপুর থানার পুলিশ।