AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari: ‘আপনাদের তেজপাতা করে রাখা হয়েছে’, মুসলিমদের বার্তা শুভেন্দুর

Suvendu Adhikari slams TMC: জয় শ্রীরাম স্লোগান নিয়ে শুভেন্দু বলেন, "আমি জয় শ্রীরাম বলি। কিন্তু, আপনাদের বলতে হবে না। ভারতমাতা কী জয় বলুন, বন্দেমাতরম বলুন, জয় হিন্দ বলুন। কাঁধে কাঁধ মিলিয়ে নরেন্দ্র মোদীর রাষ্ট্রবাদ, দেশপ্রেম, বিকাশবাদ এবং যোগীজির সুরক্ষা-সুশাসনকে বাংলায় প্রতিষ্ঠা করতে হবে। সব বেকার জোট বাঁধুন। এক সঙ্গে কাজ করুন।"

Suvendu Adhikari: 'আপনাদের তেজপাতা করে রাখা হয়েছে', মুসলিমদের বার্তা শুভেন্দুর
শুভেন্দু অধিকারীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 23, 2025 | 10:04 PM
Share

ভগবানপুর: বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সংখ্যালঘুদের বড় বার্তা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। রাজ্য থেকে তৃণমূলকে হঠাতে বিজেপির পাশে দাঁড়াতে সংখ্যালঘুদের আহ্বান জানালেন। রবিবার পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থেকে মুসলিমদের বার্তা দিয়ে শুভেন্দু বলেন, “আপনাদের আমার মতো জয় শ্রীরাম বলতে হবে না। ভারতমাতা কী জয় বলুন।” তৃণমূল মুসলিমদের তেজপাতা করে রেখেছে বলেও তোপ দাগেন তিনি। শুভেন্দুর অবশ্য জয় শ্রীরাম স্লোগান না দেওয়া নিয়ে কটাক্ষ করল তৃণমূল ও সিপিএম।

রাজনীতির কারবারিরা বলেন, এই মুহূর্তে রাজ্যের সংখ্যালঘুদের বেশিরভাগ ভোট তৃণমূল পায়। পরিসংখ্যানও সেকথা বলছে। এমনকি, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু সেকথা মেনে নিচ্ছেন। আর সেকথা মেনে নিয়ে এদিন ভগবানপুরের মুগবেড়িয়ায় পরিবর্তন সংকল্প যাত্রার মঞ্চ থেকে মুসলিমদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা আমাদের ভোট দেন না জানি। কিন্তু, আমরা আপনাদের বিরোধী নই। সব ভারতীয়র নাম ভোটার তালিকায় থাকবে। এ আমাদের ঘোষিত অবস্থান। আমি আহ্বান করেছি রাষ্ট্রবাদী মুসলিমদের, আপনারা আসুন। আপনাদের তেজপাতা করে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তরকারিতে লাগে কিন্তু, খাওয়া যায় না।”

এরপরই জয় শ্রীরাম স্লোগান নিয়ে তিনি বলেন, “আমি জয় শ্রীরাম বলি। কিন্তু, আপনাদের বলতে হবে না। ভারতমাতা কী জয় বলুন, বন্দেমাতরম বলুন, জয় হিন্দ বলুন। কাঁধে কাঁধ মিলিয়ে নরেন্দ্র মোদীর রাষ্ট্রবাদ, দেশপ্রেম, বিকাশবাদ এবং যোগীজির সুরক্ষা-সুশাসনকে বাংলায় প্রতিষ্ঠা করতে হবে। সব বেকার জোট বাঁধুন। এক সঙ্গে কাজ করুন।”

শুভেন্দুর মন্তব্য নিয়ে বিজেপিকে কটাক্ষ করে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “জয় শ্রীরাম শুধু ভোটের ব্যবস্থা। এই এলাকায় গেলে বলব, আর এই এলাকায় গেলে বলব না। বিজেপি যে ধর্মকে রাজনীতির জন্য ব্যবহার করছে, এটা পরিষ্কার হয়ে গেল।”

জয় শ্রীরাম স্লোগান নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষও। বলেন, “জয় শ্রীরাম স্লোগান গত দু-একদিন বিজেপি একাধিক সভায় দেখা যাচ্ছে না। আমরা যেমন বলি, জয় হিন্দ, বন্দেমাতরম, জয় বাংলা। জয় বাংলা তো আমরা সব জায়গায় বলি। রাজনৈতিক দলের স্লোগান তো সব জায়গায় দেওয়া যাবে। কোথাও কোথাও যদি জয় শ্রীরাম স্লোগান ব্যবহার করতে না দেখা যায়, তাহলে বুঝতে হবে এই স্লোগান রাজনৈতিক ভেদাভেদমূলক, উদ্দেশ্যপ্রণোদিত।”